সিলেটবুধবার , ২২ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাথর কোয়ারি সচলের দাবিতে বিশাল শ্রমিক সমাবেশ

Ruhul Amin
জানুয়ারি ২২, ২০২০ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথরকোয়ারি সচলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় মামার বাজার পয়েন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাজ চাই ভাত চাই, পাথরকোয়ারি সচল চাই। সকলের দাবি একটাই-অচল পাথর কোয়ারি সচল চাই। শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ-শেখ হাসিনার বাংলাদেশ। লাখো মানুষের প্রাণের দাবি পাথরকোয়ারি খুলে দাও, দিতে হবেসহ নানা ¯েøাগানে মুখর জাফলংয়ের মামার বাজার এলাকা।

প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বেলা ১২টার মধ্যে মামার বাজার এলাকায় জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ। লোকে লোকারণ্য হয়ে উঠার কারণে সকাল থেকেই জাফলং বাজার, মামার বাজার, মোহাম্মদপুর ও বল্লাঘাট এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জাফলং ট্রাকচালক সমবায় সমিতি, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন সরবরাহকারী শ্রমিক সমবায় সমিতি ও বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এবং মোহাম্মদপুর মিতালী যুব সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি আব্দুস শহিদ। যুবলীগ নেতা নাজমুল হোসাইন নাজিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মুকসেদ আহমদ।