সিলেটসোমবার , ২৭ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বর্ণিল আয়োজনে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস পালিত

Ruhul Amin
জানুয়ারি ২৭, ২০২০ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বর্ণিল আয়োজনে গতকাল রোববার সিলেটে ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস ছিল । এ উপলক্ষে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশন অফিস সিলেটের উদ্যোগে সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে মিট টুগেদার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ভারতীয় হাইকমিশনের সহায়তায় অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল বিতরণের উদ্বোধন করা হয়।

সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তির সভাপতিত্বে সাইকেল তুলে দেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ও শামীমা শাহরিয়ার এমপি।
সহকারী হাই কমিশনার অফিস সিলেটের সেকেন্ড সেক্রেটারী গিরিশ পূজারীর পরিচালনায় সাইকেল বিতরণকালে মঞ্চে উপস্থিত ছিলেন বাই সাইকেল বিতরণ কমিটির সভাপতি কুরমা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নারদ পাশী, সদস্য ও মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সদস্য সাংবাদিক সুনীল সিংহ, সদস্য সাংবাদিক মিন্টু দেশোয়ারা।

বাই-সাইকেল গ্রহণ করে সীমান্তিক স্কুল এন্ড কলেজের নির্ণয় সিংহ, শাহখুররম কলেজের তোফাজ্জল হোসেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পিএমপি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণা নাহোক।

এসময় অন্যাণ্রে মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. নন্দ কিশোর সিংহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নুর, ইকরামুল কবির, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর, সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিম, তাপস দাস পুরকায়স্থ, সাংবাদিক দিদার আলম নবেল, সিলেট ওমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিকৃবি অফিসার এসোসিয়েশনের সম্পাদক ফখর উদ্দিন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণাসিন্ধু তালুকদার বাবুল, সিলেট চেম্বারের সহ-সভাপতি এমদাদ হোসেন, সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, এডভোকেট দীলিপ কুমার দাস চৌধুরী, সহকারী হাই কমিশনারের সহধর্মিনী দুর্গা কৃষ্ণমূর্তি, সহকারী হাই কমিশনার অফিস সিলেটের সেকেন্ড সেক্রেটারী গিরিশ পূজারীর সহধর্মিনী যমুনা পূজারী, সেকেন্ড সেক্রেটারী টি জি রমেশ, এটাচি সঞ্জীব কুমার, সিলেট ভিসা সেন্টারের ইনচার্জ কুলদীপ দে প্রমুখ।

অনুষ্ঠানে সিলেটের স্থানীয় শিল্পী, মণিপুরী নৃত্য ও ভারতের মণিপুর থেকে আগত ও মেঘালয়ের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
উল্লেখ্য, ভারত সরকারের সহায়তায় পর্যায়ক্রমে সিলেট বিভাগের চারটি জেলায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১৫০ টি বাই সাইকেল বিতরণ করা হবে।