সিলেটসোমবার , ২৭ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের যে ঘটনা আইজিপির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল

Ruhul Amin
জানুয়ারি ২৭, ২০২০ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটে পোস্টিং (পদায়ন) নিয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রোববার সিলেটে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিাযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ স্মৃতি রোমন্থন করতে গিয়ে অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েন পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। বললেন, যে অনুষ্ঠানের অনুপস্থিতি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই অনুষ্ঠানেরই আজ আমি প্রধান অতিথি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকটি জিনিসই হয় আল্লাহর ইচ্ছায়।’

আইজিপি বক্তব্য ছিল এরূপ-‘সিলেট জেলার সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত আছে। বেশ নষ্টালজিক কিছু স্মৃতি আছে এখানে। আমি এখানে অল্প কিছুদিন কাজ করেছি এডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) হিসাবে। এবং ঠিক এ রকমই একটি পুলিশ সমাবেশ এবং ক্রীড়া প্রতিযোগিতায়-আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই অনুষ্ঠানে তৎকালীন আইজি সাহেব এখানে এসেছিলেন।আনফরচুনেটলি(দুর্ভাগ্যবশত) এসপি সাহেব আমাকে এতো ভালবাসতেন, যিনি সারাদিন আমাকে এ মাঠের ধারে-কাছে আসতে দেননি। উনি আমাকে এমন একটি কাজ দিলেন-যাতে আমি সারাদিন বাইরে বাইরে থাকি। যাই হোক, সন্ধ্যার সময় ডিনারে দেখা হয় আইজিপি সাহেবের সাথে। তিনি (আইজিপি) জিজ্ঞেস করলেন , জাবেদ আপনাকে দেখলাম না আজকে সারাদিন। কোথায় ছিলেন। বললাম স্যার, ব্যস্ত ছিলাম অন্য কাজে, এজন্য দেখা হয়নি। উনি বললেন, জাবেদ কালকে আপনি আমার সাথে একটু কথা বলবেন। আমি বললাম, জ্বি স্যার। পরদিন উনি (আপজিপি) কুমিল্লায় গেলেন। রাতে উনি আমার সাথে টেলিফোনে কথা বললেন। উনি বললেন, জাবেদ আমি আপনাকে চাই, আপনি যদি আমার সাথে চলে আসেন, আমার সাথে কাজ করবেন। আমি বললাম স্যার, আমি তো আপনার সাথেই কাজ করছি। আমি চাই যে, আপনি ঢাকায় আমার সাথে আমার স্টাফ অফিসার হিসাবে কাজ করবেন। আমি এডিশনাল এসপি সিলেটের পোস্ট রেখে আমি ঢাকায় চলে গেলাম স্টাফ অফিসার টু আইজিপি। এবং সেটি সম্ভবত আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আসলেই প্রত্যেকটি জিনিসই হয় আল্লাহর ইচ্ছায়।’

‘আজকে এখানে বসে আমার সারাক্ষণ সে কথাটি মনে হচ্ছিল। সেদিনও ছিল ক্রীড়া প্রতিযোগিতা। আজ আমি এখানে আইজিপি হিসাবে প্রধান অতিথি হিসাবে যোগ দিলাম।’

আইজিপি যখন এমন স্মৃতিচারণ করছিলেন-তখন তার কণ্ঠ তখন অনেকটা ইনটোনেশন (উঠানামা) করছিল। উপস্থিত পুলিশ কর্মকর্তা ও মিডিয়া কর্মীরা মন্ত্রমুগ্ধের মতো তাঁর এ বক্তব্য শ্রবণ করেন।

সিলেটের পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, আইজিপি জাবেদ পাটোয়ারি নব্বইয়ের দশকের সিলেটে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, আইজিপি জাবেদ পাটোয়ারী ৬ষ্ঠ বিসিএস-এ (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্মাতক সম্মান এবং প্রথম শ্রেণীতে স্মাতকোত্তর ডিগ্রী লাভ করেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল-কমব্যাটিং টেরোরিজম ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস । কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ করেছেন। ২০১৮ সালের ৩১ জানুয়ারি তিনি আইজিপি হিসাবে যোগদান করেন।