সিলেটসোমবার , ২৭ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইমজা’র শিক্ষাবৃত্তি বিতরণ

Ruhul Amin
জানুয়ারি ২৭, ২০২০ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা ‘শিক্ষাবৃত্তি-২০১৯’ বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ ব্লু-ওয়াটার শপিং সেন্টারের ৯ম তলায় ইমজা কার্যালয়ে ইমজা সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী মঞ্জুর আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ইমজা সদস্যদের সন্তানদের মেধা বিকাশে সব সময় পাশে আছে সিটি কর্পোরেশন। মেধাবী শিশুরা যাতে রাষ্ট্রের আগামী দিনের সু-নাগরিক হয়ে উঠতে পারে এজন্য তাদের সহায়তা দেয়া হবে। প্রতিবছর ইমজা সদস্যদের শিক্ষাবৃত্তির কার্যক্রম অব্যগত থাকবে বলেও জানান মেয়র।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইমজার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন ও আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, আনিস রহমান, আব্দুল আলিম শাহ, সজল ছত্রী ও দেবাশীষ দেবু, ইমজার সহ-সভাপতি লিটন চৌধুরী, কোষাধ্যক্ষ মারুফ আহমদ, ইমজার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম রাসেল, পাঠাগার সম্পাদক সুবর্ণা হামিদ, ইমজার সদস্য এস আলম আলমগীর, প্রত্যুষ তালুকদার, শফি আহমদ, হাসান সিকদার সেলিম, অনিল পাল, মাধব কর্মকার, নিরানন্দ পাল, শফিকুর রহমান চৌধুরী, আবু তাহের চৌধুরী, মাহমুদুর রহমান মিলন, বদরুর রহমান বাবর, নাজমুল কবির পাবেল, শফিকুল ইসলাম শফি, এ এম রুবেল, আহমাদ সেলিম, সাইমুম আনজুম ইভান, শেখ আশরাফুল আলম নাসির প্রমুখ।

অনুষ্ঠান শেষে ইমজা সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ইমজার শিক্ষাবৃত্তি বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে সিলেট সিটি কর্পোরেশন।