সিলেটবুধবার , ২৯ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১৬ মার্চ বাংলাদেশে আসছেন মোদি

Ruhul Amin
জানুয়ারি ২৯, ২০২০ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: আগামী ১৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তার এ সফর। ভারতীয় প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

মোদি এমন সময়ে বাংলাদেশ সফরে আসছেন যখন ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং আসামের নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বিক্ষোভ চলছে। এ দুটি বিষয়ে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের পর বাংলাদেশের তিনজন মন্ত্রী বিভিন্ন কারণ দেখিয়ে ভারত সফর বাতিল করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সিএএ এবং এনআরসি সত্ত্বেও মোদির এই সফর দুই দেশের সম্পর্কের দৃঢ়তার দিকে ইঙ্গিত দেয়।