সিলেটশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইভিএমে আঙুলের ছাপ মেলেনি সিইসির

Ruhul Amin
ফেব্রুয়ারি ১, ২০২০ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে যান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তার আঙুলের ছাপ মেলেনি। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে তিনি ভোট দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সিইসি ভোট দিতে যান। কলেজ ভবনের দোতালায় ৮ নম্বর বুথে তিনি ভোট দেন।

ইভিএম মেশিনে তার দুই হাতের বৃদ্ধাঙুলি স্ক্যান করা হয়। তবে কোনোটিই মেলেনি। এরপর নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা তার জাতীয়পরিচয় পত্রের নম্বর দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। এরপর তিনি ভোট দিয়ে চলে যান।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল এ বিষয়ে বলেন, ‘সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙুলির ছাপ নেওয়ার চেষ্টা করা হয়। তবে তা ম্যাচ করেনি। পরে আমরা আর চেষ্টা করিনি। তাড়াহুড়োর কারণে এবং ভোটার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য আমরা তার এনআইডি নম্বর দিয়ে ভোট নিয়েছি।’

ইভিএম মেশিনে আঙুলের ছাপ না মেলার বিষয়ে পরবর্তীতে সাংবাদিকদের সিইসি বলেন, ‘কারো ফিংগার প্রিন্ট না মিললেও ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। সেভাবে তারা ভোট দিতে পারবেন।’