সিলেটবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদরাসাতুল মদীনা সিলেটের “আধুনিক যুগে দ্বীনশিক্ষা ও প্রচার পথ-পদ্ধতি” শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

Ruhul Amin
ফেব্রুয়ারি ৬, ২০২০ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটরিপোর্টঃ
মাদরাসাতুল মদীনা সিলেট কতৃক আহুত “আধুনিক যুগে দ্বীনশিক্ষা ও প্রচার পথ-পদ্ধতি” শীর্ষক কনফারেন্স সম্পন্ন। কনফারেন্সের বিভিন্ন অধিবেশনে সভাপতির আসন অলংকৃত করে মঞ্চ আলোকিত করে রেখেছিলেন – মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মাওলানা শায়খ আউলিয়া হোসাইন, মাওলানা শায়খ জাওয়াদুর রহমান এবং যাঁরা তাত্ত্বিক আলোচনা করে শ্রোতাদেরকে মুগ্ধ করেছেন- ড. আ.ফ.ম খালিদ হোসেন, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা শরীফ মোহাম্মদ ঢাকা, মাওলানা আতাউল হক জালালাবাদী, শাহ মাওলানা নজরুল ইসলাম, মুসা আল হাফিজ, মাওলানা তাহমিদুল মাওলা, হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মাওলানা মাহফুজ আহমদ, মুফতি ইকবাল হোসাইন সহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শ্রোতাবৃন্দের কৃতজ্ঞতা আদায় করছি, যাদের উপস্থিতি কনফারেন্সের সৌন্দর্য্য বৃদ্ধি করেছে।সেমিনারে আগত বিভিন্ন ব্যক্তিবর্গ এবং যারা প্রবাসে থেকেও অনলাইনের মাধ্যমে কনফারেন্স প্রত্যক্ষ করেছেন, তাদের সকলের মন্তব্য -মাদরাসাতুল মদীনা সিলেট একটি যুগোপযোগি উদ্যোগ নিয়ে সুষ্টুভাবে সম্পন্ন ও সফল করেছে। এ জাতীয় বিষয়ে কনফারেন্স করার জন্য সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত।আগামীতেও এ ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে – মহান প্রভুর দরবারে এটাই কামনা।