সিলেটশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পূজার টাকা নিয়ে বিরোধ, টিলাগড়ে ছাত্রলীগ নেতা খুন

Ruhul Amin
ফেব্রুয়ারি ৭, ২০২০ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

সিলেট নগরীর টিলাগড়ে খুন হয়েছেন অভিষেক দে দ্বীপ নামের এক ছাত্রলীগ কর্মী। পূজা পূর্ব বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত ছাত্রলীগতর্মী দ্বীপ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী ও এমসি কলেজের ছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে এ ঘটনা ঘটে।

পূজা কমিটি নিয়ে দীর্ঘদিন থেকে সৈকত এবং অভিষেকের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে এমসি কলেজ শিশু স্কুলের সামনে ছাত্রলীগ ক্যাডার সৈকতের নেতৃত্বে ছাত্রলীগকর্মী দ্বীপের উপর হামলা চচলে। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।

এ খুনের ঘটনায় ছাত্রলীগ ক্যাডার সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে শাহপরাণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাইয়ুম চৌধুরী বলেন, এ খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।