সিলেটবুধবার , ২৩ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মকবুলকে আত্মসমর্পণের নির্দেশ

Ruhul Amin
নভেম্বর ২৩, ২০১৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়াকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বুধবার জামিন আবেদনের ওপর আদেশের দিন ধার্য করেন।

গত ২১ নভেম্বর ট্যাম্পাকোর মালিক সাংসদ মকবুল হোসেনসহ ৮ জন উচ্চ আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন চান। ওই দিন আগাম জামিনের ওপর প্রথম দিনের আংশিক শুনানি হয়।

এ মামলায় জামিন আবেদন করেছেন- টাম্পাকোর চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, মকবুল হোসেনের স্ত্রী সাজেদা পারভীন হোসেন, মেয়ে সৈয়দা আবিদা হোসেন, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, মনির হোসেন (ম্যানেজার এডমিন), আলমগীর হোসেন (ডিএমডি) ও আবু  হানিফ (ম্যানেজার)।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অর্ধশত শ্রমিকের প্রাণহানি হয়। এ ঘটনায় টঙ্গী থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়।