সিলেটবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

Ruhul Amin
ফেব্রুয়ারি ২০, ২০২০ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ফের জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা এবং বাংলাদেশ সময় রাত তিনটার দিকে বন্দুকধারীদের এ নির্বিচার হামলা শুরু হয়।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের খোঁজা হচ্ছে এখন। প্রথম ঘটনাটি ঘটে শহরের কেন্দ্রস্থলের একটি বারে। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে শহরতলীতে। দুটি এলাকাতেই পুলিশের হেলিকপ্টার টহল দিচ্ছে এখন। দুটি হামলার জন্যই একই হামলাকারীদের সন্দেহ করা হচ্ছে।

প্রথম বারটিতে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করার পর হামলাকারীরা অ্যারেনা বার অ্যান্ড ক্যাফেতে গিয়ে আরো ৫ জনকে হত্যা করে বলে একটি আঞ্চলিক সম্প্রচার সংস্থা জানাচ্ছে। এসব হামলার পর একটি কালো রঙের গাড়ি ঘটনাস্থল ত্যাগ করে। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলছে পুলিশ।

হেসেন অঙ্গরাজ্যের একটি শহর এ হ্যানাউ। শহরটি ফ্র্যাঙ্কফুর্টের পূর্ব দিকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

চারদিন আগে বার্লিনে একটি তুর্কি কমেডি শোয়ের ভেন্যুর কাছে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। বন্দুকধারীদের ওই হামলাতে একজনের মৃত্যু হয়েছিল।