সিলেটবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করতে কাজ কছে :পরিকল্পনামন্ত্রী

Ruhul Amin
ফেব্রুয়ারি ২০, ২০২০ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ওসমানীনগর সংবাদদাতা
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বছরের শুরুতেই সরকার দেশের সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে যা আর কোথাও নেই। শিক্ষাকে এগিয়ে নিতে আরো বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠান দরকার।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানীনগরে নবপ্রতিষ্ঠিত মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমারা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করেছি, কর্ণফুলি নদীতে টানেল নির্মাণ করছি, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র করছি, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করেছি এবং আগামী ২-৩ মাসের মধ্যে বঙ্গবন্ধু ২য় স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হবে। যা বিশে^র অনেক দেশ এখনো করতে পারেনি। এসব পরিচালনার জন্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। কারণ এসব চালাতে হলে তথ্য প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে।
মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আবদুল খালিকের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক বশির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি কবির উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু প্রমুখ।