সিলেটশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

Ruhul Amin
ফেব্রুয়ারি ২১, ২০২০ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেটে একটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, ‘আমার সহকর্মী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সিলেটের অন্য যারা মন্ত্রী আছি, সে বিষয়ে আমরা চেষ্টা চালাচ্ছি।’

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট প্রেসক্লাবের সদ্য প্রাক্তণ সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘সিলেট ‘বঙ্গবন্ধু’র নামে একটি পার্ক স্থাপনের বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আমার কথা হয়েছে।’

তিনি বলেন, ‘সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে ১৩ কিলোমিটার এলিভেটেড সড়কও হবে। তিনি জানান, এ প্রকল্পে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় হবে। পরিবেশ ‘সফট’ হলে এ প্রকল্প পাস করা হবে।’

সিলেটের উন্নয়নে সাবেক মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, জেনারেল আতাউল গণি ওসমানী, এম সাইফুর রহমান, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী ও সুরঞ্জিত সেন গুপ্তের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রেরণা আমার উন্নয়নের শক্তি-সাহস বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেটের পুলিশ সুপার মো: ফরিদ উদ্দিন আহমদ, চেম্বার সভাপতি আবু তাহের মো: শোয়েবসহ কয়েকজন সাংবাদিক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ।