সিলেটবৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে উক্বাবে রাসুল সম্মেলনে মিয়ানমারের দুতাবাস বন্ধের হুশিয়ারী জমিয়তের

Ruhul Amin
নভেম্বর ২৪, ২০১৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেন, প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের অসহায় মুসলমানদের পাশে দাড়ানো সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। মানবিক দৃষ্টিতে বিশ্বের সকল সম্প্রদায়কে অসহায় শিশু,নারী-পুরুষের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা উচিত। মিয়ানমারে রাষ্ট্রিয় সন্ত্রাস বন্ধে জাতি সংঘসহ বিশ্ববাসী অভিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহবান জানান।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সুনামগঞ্জ পুরাতন বাসষ্টেন্ডে যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা আয়োজিত বিশাল উক্বাবে রাসুল সম্মেলনে বক্তারা   অবিলম্বে বাংলাদেশের সীমান্তে ভেসে আসা রোহিঙ্গাদের আশ্রয়দান করতে হবে। নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশ থেকে মিয়ানমারের দুতাবাস বন্ধের জন্য জনগণ ঢাকা অভিমুখে লংমার্চ করবে। জেলা যুবজমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকা মহানগর হেফাজতের আমির আল্লামা নুর হোসাইন কাসেমী বলেন ,সকল তন্ত্রমন্ত্র দেশে শান্তি প্রতিষ্টায় ব্যর্থ প্রমানিত হয়েছে। বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধির একমাত্র পথ ইসলামি অনুশাসন বাস্তবায়ন। তিনি শান্তি ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রগঠনে জমিয়তের হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন বৃটিশ বিতারণ থেকে নিয়ে দেশ ও জাতির দুর্দিনে কান্ডারীর ভুমিকা পালন করে আসছে জমিয়ত। তিনি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে সবাইকে উক্বাবে রাসুলের পতাকার নিচে আশ্রয় গ্রহন করার আহবান জানান। সরকারের উদ্দেশ্যে আল্লামা কাসেমী বলেন, মিয়ানমারের অসহায় শিশু,নারী-পুরুষকে আশ্রয়ের ব্যবস্থা করুন। আল্লাহর জমিয়নে বেচেঁ থাকা তাদের অধিকার রয়েছে। মানবিক দৃষ্টিতে সীমান্তে ভেসে আসা অসহায়মানুষ গুলোর সাথে মানবিক আচরণ কাম্য। তিনি বিশ্বসম্প্রদায়কে বার্মায় সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবানজানান। একই সাথে শুক্রবার দেশ ব্যাপী জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ সফলের আহবান জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, সহ-সভাপতি শায়খুুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা আব্দুর রব ইউসুফী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এডভোকেট, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সৈয়দ মাওলানা শামিম আহমদ, মাওলানা আনোয়ারুল ইসলাম, তাবলীগ জামাত সুনামগঞ্জের আমির মাওলানা আনোয়ার হোসাইন, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা সৈয়দ আব্দুন নুর, মাওলানা হাজি ইমদাদুল্লাহ কাতিয়া, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আফসার উদ্দীন, যুবজমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি দক্ষিণ সুনামগঞ্জের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, রেঙ্গা মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইকবাল বিন হাশিম, মাওলানা হাম্মাদ আহমদ, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা আলীনুর, জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, মাওলানা আবুল ফজল, মাওলানা শায়েখ আব্দুল কাদির, মাওলানা আব্দুর রকিব, মাওলানা রুকন উদ্দীন।

জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছিরের উদ্বোধনী ও জেলা যুব জমিয়তের সেক্রেটারী মাওলানা আব্দুল হাই ও মাওলানা আরশাদ নোমানের যৌথ পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন মাওলানা নাজিমুদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা জমিরুদ্দীন, মাওলানা আব্দুল ওয়াহ্হাব, মাওলানা সদরুল আমীন, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা মুহিউদ্দীন কাসেমী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা সালিম কাসেমী,  যুবনেতা মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা এরশাদ খান আল-হাবীব, সৈয়দ উবায়দুর রহমান, মুফতি মুতিউর রহমান, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা আবু আনাস, মুফতি আবুল বাশার, যুব নেতা রেজওয়ান আহমদ, মুতিউর রহমান, আব্দুল হাফিজ, ছাত্র নেতা চৌধুরী নাসির আহমদ, এম বেলাল আহমদ চৌধুরী,হাফিজ সৈয়দ সোহাইল আহমদ, তাহা হোসাইন, উবায়দুল হক প্রমুখ।
মুফতি ওয়াক্কাস বলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র  মিয়ানমারে চলছে ইতিহাসের ন্যক্কার জনক মুসলিমহত্যা। রুহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলায় বিশ্ববিবেক নিরব। তিনি জাতিসংঘের পক্ষ থেকে হামলা বন্ধে কার্যকর উদ্দোগ গ্রহন করার জন্য আহবান জানান।
আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেন, আজ বিশ্বের প্রতিটি জায়গায় অশান্তি বিরাজ করছে। শান্তির জন্য হণ্য হয়ে মানুষ ঘুরছে। পুজিবাদ সাম্রাজ্যবাদ বিশ্বে শান্তি প্রতিষ্টায় ব্যর্থ প্রমানিত হয়েছে। শান্তি প্রতিষ্টার একমাত্র পথ ইসলামি । তাই সকলকে জমিয়তে উলামাযে ইসলামের সাথে কাজ করতে হবে।
শাহীনুর পাশা চৌধুরী বলেন, ৭১ সালে প্রতিবেশী ভারত যদি আমাদেরকে আশ্রয় দিতে পারে তাহলে আমরা আজ প্রতিবেশী মিয়ানমারের অসহায় মুসলিমদেরকে কেনো আশ্রয় দিবোনা? তিনি অভিলম্বে সীমান্ত খুলে দেয়ার জোর দাবী জানিয়ে বলেন, এদেশের লাখো কোটি ধর্মপ্রাণ জনতা রোহিঙ্গা মুসলিমদের সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছে। আমরা সরকারের নিকট বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আহবান জানাচ্ছি।15218509_1019833991477506_1931258757_n15174597_1019833741477531_948451733_n15239196_1019834024810836_1968402669_n
14962788_1016845898442855_5085103082164701900_n