সিলেটমঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ৪ ক্রিকেটার খেলবেন এশিয়া একাদশে

Ruhul Amin
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চলতি বছরের মার্চে দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এই ম্যাচ দুটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া হবে। ম্যাচ দুটিতে অংশ নিতে বাংলাদেশের চার ক্রিকেটারের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তারা হলেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। তবে এই চারজনের পাশাপাশি লিটন দাসকে রাখার পরিকল্পনা আছে বিসিবির।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, এই মুহূর্তে বলা যাবে না কে কে খেলবে। এমনও হতে পারে আমাদের সবচেয়ে ভালো খেলোয়াড়টাও খেলতে পারছেন না। কারণ দলে যদি তার চেয়ে ভালো ক্রিকেটার থাকে তাহলে তাকেই খেলানো হবে।

মার্চের ১৮ ও ২১ তারিখে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।