সিলেটমঙ্গলবার , ৩ মার্চ ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোদীকে কোনভাবেই আসতে দেওয়া হবে না

Ruhul Amin
মার্চ ৩, ২০২০ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন অবস্থাতেই বাংলাদেশে আসতে দেয়া হবেনা বলে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন মৌলভীবাজারের কওমী মাদ্রাসা ভিত্তিক আঞ্চলিক সংগঠন ওলামা পরিষদ নেতারা।

সোমবার (২ মার্চ) দুপুরের দিকে মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ মাঠে জেলা ওলামা পরিষদ আয়োজিত ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হামলা, মসজিদ-মাদ্রাসা, বাড়িঘরে অগ্নি সংযোগ, লোটপাটসহ নির্মমভাবে মুসলিমদের হত্যার প্রতিবাদে নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরের প্রেক্ষাপটে ডাকা পূর্বঘোষিত সমাবেশে এমন হুঁশিয়ারী উচ্চারণ করেন নেতারা।

এসময় বক্তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, আপনি ভাল করে জানেন ওলামায়ে দেওবন্দ,মাদারিসে কওমিয়া কে এবং কারা। আমাদের দাবি বর্বর হত্যাকারী নরেন্দ্র মোদি বাংলার জমিনে পা রাখতে পারবেনা। এর ব্যত্যয় যদি ঘটে তা স্পর্শ করতে অবশ্যই ওলামায়ে কেরাম দেবেনা।

জেলার শীর্ষ আলেম ও ওলামা পরিষদ এর সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল বারী ধর্মপুরীর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল মুগনী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাও: আহমেদ বিলাল এর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়ত নেতা ও জামেয়া দ্বীনিয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, দারুল উলুম টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাও: মুজাহিদ আহমদ, রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাও: গিয়াস উদ্দিন, ওলামা পরিষদের সহ-সভাপতি মূফতি শামছুজ্জোহা, সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান, মাও: আব্দুল হক (বানারই)আনোয়ারা বেগম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাও: মুজিবুর রহমান মুজাহিদ, মাও: আব্দুল আহাদ, মাও: সৈয়দ সাইফুর রহমান, মাও: শাহ মাহমুদুর রশিদ, বড়চেগ মাদ্রাসার প্রিন্সিপাল মাও: লুৎফুর রহমান কামালী, গড়গাঁও মাদ্রাসার শিক্ষক মাও: হোসাইন আহমেদ, বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল মাও: শেখ বদরুল আলম হামিদী প্রমুখ।

সমাবেশ শেষে জেলার বিভিন্ন কওমী মাদ্রাসার হাজারো ছাত্র-শিক্ষকদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ব্যাপক পুলিশী নিরাপত্তায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের শাহমোস্তফা সড়ক হয়ে শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনের সড়কে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।