সিলেটমঙ্গলবার , ৩ মার্চ ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত আইন যদি চালু হয়েই যায়, তাহলে ভারতজুড়ে আগুন জ্বলবে, সে আগুনে হিন্দুরাও জ্বলবেঃ আরশাদ মাদানী

Ruhul Amin
মার্চ ৩, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

আবদুল্লাহ তামিমঃ
ভারতের জমিয়তে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা আরশাদ মাদানি বলেন, নাগরিকত্ব এর বিষয়টি সামনে এনে সরকার হিন্দু মুসলিমের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। আমি বলবো এ নাগরিকত্ব যদি বাতিল করা না হয়, যে পরিস্থিতির নেমে আসবে, তা হিন্দু মুসলিম সবাইকে গ্রাস করবে।

আজ মঙ্গলবার তাহাফফুজে জমহুরিয়াত এর বৈঠকে অংশগ্রহণ করতে হায়দ্রাবাদ আসলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ আমাদের দেশে মুসলিমদের উপর সরকারের কারণেই নির্যাতন নেমে এসেছে। সরকার হিন্দু মুসলিমের মাঝে দাঙ্গা লাগাতে চায়। আমরা আজ এখানে তাহাফফুজে জমহুরিয়াতের ব্যানারে একত্রিত হয়েছি এটা যাচাই করতে, যে ভবিষ্যতে এ দেশ সেকুলার দেশ থাকবে না হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। মনে রাখবেন, এ তিন বিতর্কিত আইন যদি চালু হয়েই যায়, তাহলে আগুন জ্বলবে, সে আগুনে শুধু মুসলিম নয় বরং হিন্দুরাও জ্বলবে। সুতরাং এ তিন আইনের বিরুদ্ধে হিন্দু মুসলিমকে এক কাতারে দাঁড়াতে হবে।

তাহাফফুজে জমহুরিয়াত এর মিটিং এ ভারতের জমিয়তে হিন্দের নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন দেশের ইসলামি ব্যক্তিবর্গ।
–আওয়ার ইসলাম