সিলেটমঙ্গলবার , ১০ মার্চ ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিদেশ ফেরত যাত্রীদের ১৪ দিন বাসায় থাকার পরামর্শ

Ruhul Amin
মার্চ ১০, ২০২০ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
করোনাভাইরাসের বিশ্বব্যাপী সংক্রমণের কারণে বিদেশ থেকে আসা যাত্রীদের অন্তত ১৪ দিন ‘হোম কোয়ারেন্টাইনে’ অর্থাৎ বাসাবাড়িতে থাকার পরামর্শ দিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
মীরজাদী সেব্রিনা বলেন, চীনের বাইরে বহু দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। বাংলাদেশে এখনও এ ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। আমরা আশঙ্কা করছি, কেউ আক্রান্ত হলে কোনো বিদেশফেরত যাত্রীর মাধ্যমেই সেটা আসবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য বিদেশফেরত সব যাত্রীকে অন্তত ১৪ দিন বাসাবাড়িতে অর্থাৎ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। খুব প্রয়োজন না হলে এ সময়ে বাড়ির বাইরে যেন কেউ বের না হন।
বিদেশফেরত যাত্রীদের নিরাপদ থাকতে বেশ কিছু পরামর্শও দেন পরিচালক।
তিনি বলেন, বিদেশফেরত যাত্রীদের প্রতি অনুরোধ থাকবে, বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে মাস্ক ব্যবহার করবেন। সম্ভব হলে গণপরিবহনে না গিয়ে নিজস্ব যানবাহন ব্যবহার করবেন। এ সময় পরিবহনের জানালা খোলা রাখবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, বিদেশফেরতরা অবশ্যই ১৪ দিন বাসাবাড়িতে অবস্থান করবেন। জনসমাগম এড়িয়ে চলুন। বাইরে যাওয়া অত্যন্ত প্রয়োজন জলে মাস্ক ব্যবহার করবেন।