সিলেটশুক্রবার , ১৩ মার্চ ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ১৯৬ জনের মৃত্যু

Ruhul Amin
মার্চ ১৩, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণের ফলে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজারেরও বেশি। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগ পর্যন্ত ইতালিতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছিল ৬৩১ জন। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৪৯। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬২ জনে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনার ক্রমবর্ধমান হুমকির মুখে ইতালিতে খাবার ও ওষুধ ছাড়া বাদবাকি দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জুসেপ কন্তে টেলিভিশনেও দেওয়া এক ভাষণে জানিয়েছেন, আগামী ২৫ মার্চ পর্যন্ত এ অবস্থা জারি থাকবে। আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের নতুন হার বোঝা যাবে।