সিলেটশুক্রবার , ১৩ মার্চ ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কোয়ারেন্টাইনে ১৫ জন

Ruhul Amin
মার্চ ১৩, ২০২০ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বরিশাল বিভাগে মোট ১৫ জনকে। বৃহস্পতিবার বিকালে বরিশালের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ৭ জন বরিশাল জেলায়, ৪ জন ঝালকাঠি জেলায় এবং বাকী ৪ জন পটুয়াখালী জেলায়। পটুয়াখালীর ৪ জন চীনা নাগরিক। তারা বৃহস্পতিবার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসলে তাদের সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়।

এছাড়া বরিশালের ৭ জনের মধ্যে ৪ জন গৌরনদী, ২ জন হিজলা এবং ১ জন বাকেরগঞ্জে আছেন। গৌরনদীর ৪ জন ইতালি ফেরত, হিজলা একজন সৌদি আরব, অপরজন সিঙ্গাপুর এবং বাকেরগঞ্জের একজন মালয়েশিয়া ফেরত।

ঝালকাঠির ৪ জনের মধ্যে নেদারল্যান্ডের একজন, সিঙ্গাপুরের একজন এবং সৌদি আরবের দুইজন রয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, গৌরনদীতে কোয়ারেন্টাইনে রাখা ৪জনের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হচ্ছে।

এছাড়া জানা গেছে গৌরনদীর ৪ জনের মধ্যে একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কোনো দরকার নেই। সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। [সৌজন্য- যুগান্তর]