সিলেটরবিবার , ১৫ মার্চ ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কোয়ারেন্টাইনে দুই প্রবাসীসহ ৩ জন

Ruhul Amin
মার্চ ১৫, ২০২০ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেটে কোয়ারেন্টাইনে তিনজনকে রাখা হয়েছে। এদের মধ্যে একজন ফ্রান্স প্রবাসী, একজন সৌদিআরব ও একজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে সিলেট শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, ফ্রান্স প্রবাসী দেশে আসেন চলতি মাসে। এর পর থেকে জ্বর ও শ্বাসকষ্টে ভোগছিলেন। গত বৃহস্পতিবার থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে গতকাল শনিবার একজন সৌদিআরব থেকে আসেন। আজকে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার জ্বর ও কাশি আছে। এছাড়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও কোয়ারেন্টাইনে আছেন। তার ইতালিফেরত এক আত্মীয়ের সাথে দেখা করার পর থেকেই জ্বরে আক্রান্ত হন।

এ তিন ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে না। কারণ, রক্তের নমুনা পরীক্ষার বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর কিছ ক্রাইটেরিয়া আছে।