সিলেটমঙ্গলবার , ১৭ মার্চ ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ১১৩ জন হোম কোয়ারেন্টাইনে

Ruhul Amin
মার্চ ১৭, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
করোনা প্রতিরোধের অংশ হিসেবে মৌলভীবাজারের ৭ উপজেলায় ১১৩ জনকে সঙ্গনিরোধে (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে।

এর আগে সোমবার (১৬ মার্চ) মৌলভীবাজারে সঙ্গনিরোধে থাকার ব্যক্তির সংখ্যা ছিল ৩৪। কিন্তু মঙ্গলবার (১৭ মার্চ) সে সংখ্যা কয়েকগুণ বেড়ে দাঁড়ায় ১১৩ জনে।

এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় আছেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। সম্প্রতি আমেরিকা থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসা ১৮ প্রবাসীসহ মোট ৩৩ জন এ উপজেলায় সঙ্গনিরোধে আছেন।

এছাড়া সদর উপজেলায় ১০ জন, শ্রীমঙ্গলে ৩৩, কুলাউড়ায় ২০, জুড়ি উপজেলায় ১০, বড়লেখায় ৭, কমলগঞ্জে ২৬, ও রাজনগর উপজেলায় ৭ জন সঙ্গনিরোধে রয়েছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ বলেন, ‘বর্তমানে মৌলভীবাজারে ১১৩ প্রবাসীসহ তাদের নিকটাত্মীয়দের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রায় দু’সপ্তাহ অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে।’