সিলেটশনিবার , ২১ মার্চ ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, চাপ সৃষ্টি করবেন না’

Ruhul Amin
মার্চ ২১, ২০২০ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
‘আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আতঙ্কগ্রস্থ। তারা খাদ্য মজুদ করতে শুরু করেছে। আমি পরিস্কার ভাবে বলতে চাই- আমাদের খাদ্যের কোন সমস্যা নেই। আমাদের পর্যাপ্ত মজুদ আছে। তাই অহেতুক বাজারে চাপ সৃষ্টি করবেন না। আমরা কয়েকটি হাসপাতাল সুনির্দিষ্ট করে দিয়েছি যেখানে করোনাভাইরাসে আক্রন্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার-নার্সসহ যারা কর্মরত রয়েছেন তাদেরও নিরাপত্তার ব্যবস্থা আমরা নিয়েছি।’

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় যারা খাদ্য মজুদ করতে শুরু করেছে তাদের প্রতি প্রধানমন্ত্রী অহেতুক বাজারে চাপ সৃষ্টি না করার তাগিদ দেন।

উল্লেখ্য, আজ সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

এদিকে একই দিনে গাইবান্ধা-৩ আসন ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এ দুই আসনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।