সিলেটসোমবার , ২৩ মার্চ ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটবাসীর প্রতি ড. মোমেনের ভিডিও বার্তা

Ruhul Amin
মার্চ ২৩, ২০২০ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাস সংক্রমণ রোধে সিলেটবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন- আতঙ্কিত হবেন না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। সরকারের আদেশ-নিষেধ মেনে চলুন। সচেতন ও সতর্ক থাকুন।

সিলেটবাসী ও প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় একাধিক সতর্কতামূলক তথ্য মেনে চলতে পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

তিনি বলেন, ‘প্রিয় সিলেটবাসী ও প্রবাসী ভাইবোনরা। করোনাভাইরাস এক ভয়ানক নতুন ভাইরাস, যার কোন প্রতিষেধক এখনও বের হয়নি। আমাদের দেশে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশই সদ্য বিদেশ ফেরত বা প্রবাসীদের সাথে মেলামেশায় সংক্রমিত হয়েছেন।’

‘প্রবাসীদের প্রতি আবেদন, নিজের আত্মীয়স্বজন,পাড়াপ্রতিবেশীদের মঙ্গলের জন্য কোরাইন্টাইন মেনে চলুন। কোরান্টাইন হলো সঙ্গনিরোধ। সবার থেকে আলাদা হয়ে দূরে থাকা, কারও সংস্পর্শে না আসা। সম্প্রতি আসা প্রবাসীদের নামের তালিকার প্রশাসনকে দেওয়ার অনুরোধও জানান তিনি।’

একই সাথে তিনি জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি বাহির থেকে ঘরে ফেরে হাইজেন মেইনটেন্টের অনুরোধও করেন তিনি। প্রবাসীদের তিনি প্রবাসেই থাকার অনুরোধ করেন, একই সাথে সেই দেশের স্বাস্থ্যবার্তা মেনে চলার আহ্বানও জানিয়েছেন।

তিনি বলেন, আমরা বিজয়ের জাতি। বন্যা, সাইক্লোন সফলভাবে মোকাবেল করে অভ্যস্থ। মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একযোগে সরকারের সাথে কাধে কাধ মিলিয়ে সকলে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন, সতর্কতা অবলম্বন করুন।’

তিনি বলেন, কিছু সংখ্যক লোক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে আতঙ্ক ছড়াচ্ছে। আতঙ্কিত হবেন না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। সরকারের আদেশ-নিষেধ মেনে চলুন। সচেতন ও সতর্ক থাকুন। আপনার সচেতনতা ও সতর্কতাই পারে করোনা ভাইরাস মোকাবেলা করতে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাদ্য মজুদ করবেননা। যথেষ্ট পরিমাণ খাবার মজুত আছে।’

সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।