সিলেটশনিবার , ২৫ এপ্রিল ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুনামগঞ্জের কামরূপদলং গ্রামে ১২৫ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

Ruhul Amin
এপ্রিল ২৫, ২০২০ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

রেজওয়ান আহমেদ,সিলেটরিপোর্টঃ

পৃথিবীতে কোনো মানুষ একাকী বাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয়, সে তখন সবচেয়ে বেশি অসহায়ত্ব অনুভব করে। ওই সময় সে আন্তরিকভাবে অন্যের সাহায্য প্রত্যাশা করে।

কোনো মুসলমান ভাই যখন কোনো প্রকার বিপদে পড়ে, তখন অপর মুসলমান ভাইয়ের কর্তব্য হলো- তাকে সাহায্য করা। কেননা যে মানুষকে সাহায্য করে মহান আল্লাহপাক তাকে সাহায্য করেন।
হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, নবী কারীম স. বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ-কষ্ট দূর করবে, আল্লাহপাক কিয়ামতের কঠিন সময়ে তার দুঃখ-কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসন করবে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় সংকট নিরসন করে দিবেন।

আলহামদুলিল্লাহ, আমাদের গ্রাম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রাম।
আমার চাচা ( মরহুম অামিজ অালী মেম্বার) সাহেবের ছোট ভাই UK প্রবাসি আলহাজ্ব মিরাশ আলী সাহেবের উদ্যোগে গুষ্ঠির প্রবাসিদের নিয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে ১২৫ টি পরিবারে মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ২৪ এপ্রিল ২০২০ ইংরেজি শুক্রবার।

বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে গোটা পৃথিবী এখন লকডাউনে।
এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে নিজের অাত্মীয় স্বজনদের সাহায্যে যারা এগিয়ে এসেছেন তারাই প্রকৃত দেশ প্রেমিক। তাদের ভালোবাসাই প্রকৃত ভালোবাসা।
কোনো মানুষের কঠিন বিপদ মুহূর্তে কেউ তাকে সাহায্য করলে সে সাহায্যের কথা কখনো ভুলে না। যারা বিপদগ্রস্ত মানুষের সাহায্যকারী হয়, তারাই প্রকৃত বন্ধু। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।

আলহামদুলিল্লাহ,
আলহাজ্ব মিরাশ আলী UK প্রবাসি
জনাব আব্দুল কাহার UK প্রবাসি
জনাব সানি UK প্রবাসি
জনাব আফরোজ আলী সৌদি প্রবাসি
জনাব বুরহান উদ্দীন সৌদি প্রবাসি
জনাব ফয়জুর রহমান সৌদি প্রবাসি
মাওলানা রেজওয়ান আহমদ সৌদি প্রবাসি
আখতার হোসেন জর্দান প্রবাসি
মশাহীদ আলী ফ্রান্স প্রবাসি
এমদাদুল হক লেবানন প্রবাসিদের অার্থিক সহযোগীতায় একেকটি পরিবারে
ছানা ১ কেজি
ডাল ১ কেজি
তৈল ১ কেজি
আলু ১ কেজি
পিয়াজ ১ কেজি
খেজুর ৫০০ গ্রাম
ময়দা ১.৫ কেজি
লবন ১ কেজি
সাবান ১ টা সহ মোট ৯ পদের খদ্য সামগ্রী ১২৫ টি পরিবারে বিতরণ করা হয়েছে।

এমন সংকটময় পরিস্থিতিতে অার্থিক সহযোগীতা করে সকলের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসি দাতাবৃন্দেরকে অান্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন গোষ্ঠীর মুরুব্বী
জনাব কমর অালী
জনাব ইসরাইল আলী
মাওলানা মন্জুর আহমদ
জনাব হাসমত আলী সহ যুবক তরুণবৃন্দ।

যুবক তরুণ যারা মানবিক কর্তব্য পালনে রাত জেগে ব্যবস্থা করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানিয়েছেন।

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি বিধবা, গরিব, অভাবী ও অসহায়দের সাহায্যের জন্য চেষ্টা-তদবির করে সে রাত জেগে অবিরাম নফল নামাজ আদায়কারী এবং অবিরত নফল রোজা পালনকারীর সমতুল্য। -সহিহ বোখারি ও মুসলিম।

আল্লাহ আমাদের সবাইকে বিপদগ্রস্ত ও অভাবী মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার এবং তাদের অভাবের দিনে হাত বাড়ানোর তওফিক দান করুন। আমীন।