সিলেটবুধবার , ২৯ এপ্রিল ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন মানুষ গড়ার কারিগর আল্লামা ডেউপাশী হুজুর

Ruhul Amin
এপ্রিল ২৯, ২০২০ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাওলানা শেখ নূরে আলম হামিদীঃ

আমাদের প্রিয় উস্তাদ, মানুষ গড়ার কারিগর, বরুনা মাদরাসার শায়খুল হাদিস, আল্লামা আব্দুল মুমীত ডেউপাশী হুজুর আজ ২৮/৪/২০২০.মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৩০ মিনিটে সিলেটের মাউন্ট এডুরা হসপিটালে ষ্টোক করে ইন্তেকাল করেন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বৎসর, ৪ ছেলে ও ৩ মেয়ে সহ হাজার হাজার ছাত্র গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসায় পড়া কালিন সময়ে হুজুরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, সবাই যখন ঘুমে হুজুরের রোমের লাইট জলছে, এর মানি কি? মানি খুব সহজ হুজুর সারা রাত কিতাব মুতায়ালা পড়াশোনা করতেন, শেষ রাত্রে তাহাজজুদ পড়ে মাওলার দরবারে আহাজারী করতেন, দিনে আবার পড়া পড়ানোতে ব্যস্ত হয়ে যেতেন, এক কথায় খাবার গোসল ঘুমানোর প্রতি কোন খিয়াল ছিলনা, পড়া আর পড়ানো ছিল হুজুরের একমাত্র লক্ষ উদ্দেশ্য, ছাত্র তৈরি করতে এমন আত্মত্যাগী হুজুর আমার ক্ষুদ্র জীবনে আর দেখিনি।

মৌলভীবাজার শহরে দীনি অঙ্গনে অনেক ঘাটতি পুরন করতে একদল জানবাজ উলামায়ে কেরাম উদ্যোগ নেন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে, কাজ শুরু করেন জামিয়া দীনিয়া নামে নতুন একটি মাদরাসা প্রতিষ্টা করে, হুজুরকে ও নিয়ে আসা হয় এই নতুন প্রতিষ্টানে, বুকভরা আশা নিয়ে নিজের জেলায় সবটুকু বিলিয়ে দেন ছাত্রদের কল্যাণে, নতুন জায়গা নতুন পরিবেশ সব সীমাবদ্ধতার ভিতরে হুজুরকে ছাত্ররা পেয়েছে আশ্রয়স্থল হিসাবে, দুঃখ কষ্ট ভুলে যেত হুজুরের দরদী কন্ঠ আর মায়াবী চেহারা দেখলে, নানান কারনে অনেক স্বপ্নবাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম চলে গেলেও হুজুর পড়ে থাকেন ছাত্রদেরকে আকড়ে ধরে।

হুজুর পড়া আর পড়ানোতে এত ব্যস্ত ছিলেন সময় মত কিছুই করতে পারেন নি, বিয়ে ও করেছেন অনেক দেরিতে, নতুন বৌ ঘরে রেখে ছুটে এসেছেন ছাত্রদের পাশে, এমন নজির এখনকার সময়ে বিরল, হুজুর শুধু দিয়েই গেলেন, আমরা কিছুই দিতে পারলাম না, বিয়ে করেছিলেন হযরত শায়খে বরুনী রহঃ এর ভায়রা ও খলিফা আমাদের নানা শায়খুল হাদিস আল্লামা আব্দুস সহিদ মুহাদ্দীসে গলমুকাপনীর মেয়েকে, জামিয়া দীনিয়ায় অনেক দিন যাবত নিজেকে অনেকটা একাকিত্ব বোধ করতে লাগলেন, তখন আমরা ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদ নগর বরুনা মাদরাসায় হজুরকে নিয়ে আসি, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন হাদিসের যথাযথ ভাবে খেদমত করে গেছেন, বুখারি শরিফের নিয়মিত দারস দিয়ে গেছেন, আমরা হারালাম সহজ সরল সাদা মনের দুনিয়া বিমুখ একজন শায়খুল হাদিসকে, জাতী হারালো ইলমে হাদিসের উজ্জ্বল এক নক্ষত্রকে, হুজুরের শূন্যস্থান পূরণ হবার নয়।

আজ বাংলাদেশ সময় সকাল ৬ টায় হুজুরের বাড়ী ডেউপাশা গ্রামে জানাযা অনুষ্ঠিত হবে, করোনা পরিস্থিতির কারনে অনেকেই জানাযায় শরিক হতে পারবেন না, তবে আমি আশা করব আপনারা যার যার অবস্থান থেকে হুজুরের জন্য বিশেষ ভাবে দোয়া করবেন, আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, পরিবার বর্গকে সবরে জামিল দান করেন।

ইংল্যান্ডের ওয়ালছল শহর থেকে
২৮/৪/২০২০.মঙ্গলবার।