সিলেটশুক্রবার , ২৫ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লুৎফুর রহমানই আ’লীগের মনোনয়ন পেলেন

Ruhul Amin
নভেম্বর ২৫, ২০১৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬১ জেলায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে সরকারি দল আওয়ামী লীগ। শুক্রবার রাতে গণভবনে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আগামী ২৮ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না বলে আগেই ঘোষণা দিয়েছে। এজন্য এই নির্বাচন নিয়ে তেমন কোনো উত্তাপ নেই। তবে সরকারি দলের প্রার্থী কেন হচ্ছেন সেটা নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। যারা মনোনয়ন পাবেন তারাই যে জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন সেটা অনেকটা নিশ্চিত। সিলেটে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান মনোনয়ন পেয়েছেন। আওয়ামীলীগের ঘনিষ্ট সুত্র সিলেট রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ঢাকায় মাহবুবুর রহমান, পঞ্চগড়ে আবু বকর সিদ্দিকী, ঠাকুরগাঁওয়ে সাদেক কোরাইশী, চট্টগ্রামে আবদুচ ছালাম, হবিগঞ্জে মুশফিক হোসেন, কক্সবাজারে মোস্তফা আহমেদ, চাঁদপুরে আবু ওসমান চৌধুরী, ফরিদপুরে লোকমান হোসেন, নীলফামারীতে মমতাজুল হক, গাজীপুরে আক্তারুজ্জামান, বগুড়ায় মকবুল হোসেন, রাজশাহীতে মাহবুব জামান।
সুত্রমতে, সদ্য ঘোষিত তফসিল অনুযায়ী দলীয় ভাবে হতে যাওয়া এই নির্বাচনে সরকার দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী ছিলেন সিলেটের হাফডজন নেতা। তারা হচ্ছেন- সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট নিজাম উদ্দিন, নাসির উদ্দিন খান, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু।তারা প্রত্যেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তবে সবাইকে পেছনে ফেলে প্রার্থীতায় টিকে থাকলেন লুৎফুর রহমান।