সিলেটবৃহস্পতিবার , ৭ মে ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে আরো একজন‌ করোনা ভাইরাসের আক্রান্ত, উৎকণ্ঠা

Ruhul Amin
মে ৭, ২০২০ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

কে এস এম আরিফুল ইসলাম:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আরো একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন৷ আক্রান্ত ব্যাক্তির বাড়ী শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের খারিজ্জামা গ্রামে।

অনুসন্ধানে জানা গেছে আক্রান্ত ব্যাক্তি চট্রগ্রাম থেকে শ্রীমঙ্গলে এসেছিলেন এবং সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে এক্স-রে টেকনিশিয়ান (রেডিওলজিস্ট) হিসাবে কর্মরত ছিলেন৷

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য এ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরীর সঙ্গে আলাপ করলে তিনি আমাদেরকে বলেন, আমরা গত ২৪ এপ্রিল তারিখে উনার নমুনা (স্যাম্পল) সিলেটে প্রেরণ করি। সিলেট থেকে তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। সেখান থেকেই আজ দুপুরে তার কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে৷ আক্রান্ত ব্যাক্তি মোটামুটি সুস্থ আছেন৷

এব্যপারে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম আমাদেরকে বলেন, আমরা করোনা আক্রান্তের বাড়ি যাচ্ছি সেখানে গিয়ে লকডাউন সহ যা যা ব্যবস্থা করা দরকার সেগুলো আমরা করবো৷
উল্লেখযোগ্য যে আজকের আক্রান্ত সহ শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে যার মধ্যে চারজনই অন্যান্য শহর থেকে শ্রীমঙ্গলে প্রবেশ করেছেন৷

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন নাগরিক এর সাথে আলাপ করলে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল থানা কর্তৃপক্ষ ঠিকমতন কার্যকর ভূমিকা পালন করছেন না যার ফলে আমরা আতঙ্কিত। না জানি কখন এই ভাইরাস আমাদেরকেও গ্রাস করে। উনারা যদি ঠিকমতন কার্যকরণ করতেন তাহলে হয়তো বহিরাগত লোকদের প্রবেশ বন্ধ হতো। ইতিমধ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি শ্রীমঙ্গলে এ পর্যন্ত যে পাঁচজন আক্রান্ত হয়েছেন তার চারজন‌ অন্য জায়গা থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এসেছিলেন। তাই আমাদের মনে এই আশঙ্কা বেড়েই চলেছে। আবার এর মধ্যে শোনা যাচ্ছে আগামী ১০মে হতে সকল দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। এমতাবস্থায় আমাদের জানের নিরাপত্তা কতটুকু সেটা প্রশ্ন থেকেই যায়।