সিলেটশুক্রবার , ৮ মে ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আহলে হাদীস প্রসঙ্গঃ আসুন ঐক্যের পরিধি বাড়িয়ে দেই

Ruhul Amin
মে ৮, ২০২০ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মাওলানা শাহ মমশাদ আহমদঃ

রমযান মাসে তারাবিহ নামাজের ক্ষেত্রে
আমরা পাঁচটি কাজ করি
১- তারাবীহ ৮/২০রাকাত পড়ি।
২- সারা রমযান মাসব্যাপী আদায় করি।
৩- মসজিদে মসজিদে আদায় করি।
৪- জামাত সহ পড়ি।
৫- খতমে কুরআন করি।
রাকাত সংখ্যায় মতভেদ ছাড়া চারটি বিষয়ে আহলে হাদীস ভাইয়েরা হানাফীদের সাথে একমত, অথচ সারা রমযান মাসব্যাপী মসজিদে মসজিদে জামাত সহ কুরআন খতম করে তারাবীহ আদায় করা রাসুলুল্লাহ সঃ থেকে প্রমানিত নয়,নবীজির সময় এরুপ ছিলনা।
পরবর্তীতে খোলাফায়ে রাশেদার যুগে তা প্রচলিত হয়,যেহেতু রাসুল সঃ বলেছেন, তোমরা আমার ও খোলাফায়ে রাশেদিনের সুন্নাত আকরে ধর,তাই আহলে হাদীস ভাইয়েরা সহ সকল মুসলমান এক্ষেত্রে একমত।

কিন্তু তারাবীহ নামাজের রাকাতের বিষয়ে আহলে হাদীস ভাইয়েরা খোলাফাদের মানতে রাজী নন,হাদিসে তারাবীহ রাকাতের ব্যাপারে সুস্পষ্ট উল্লেখ নেই বিধায় আমরা হানাফিগন হযরত উমর রাঃ ব্যাখ্যা ও আমল বিশ রাকাত তারাবীহ অনুস্মরণ করি। এছাড়াও অসংখ্য সাহাবায়ে কেরাম বিশ রাকাত তারাবীহ আদায় করেছেন।

তাই আহলে হাদীস ভাইদের প্রতি অনুরুধ চারটি বিষয়ে ফিতনা না করে যেভাবে হানাফিদের সাথে ঐক্যমত হয়েছেন,সালাফদের অনুসরণ করেছেন।

আসুন রাকাতের ক্ষেত্রে সবাই মিলে বিশরাকাত আদায় করি। আলহামদুলিল্লাহ ২০ এর মধ্যে ৮ আছেই তো।
ঐক্যের পরিধি একটু বাড়িয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বিষয়টি বুঝার তাওফিক দিন।

লেখকঃ মুহাদ্দিস- জামিয়া মাদানিয়া কাজির বাজা, সিলেট।