সিলেটশনিবার , ৯ মে ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সদরে জমিয়ত শায়খে ইমামবাড়ী (র) এর স্মারকের জন্য লেখা আহবান

Ruhul Amin
মে ৯, ২০২০ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ খলীফায়ে মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আবদুল মোমিন শায়খে ইমামবাড়ী রহ. এর জীবনের নানাদিক নিয়ে স্মারকগ্রন্থের জন্য লেখা আহবান করা যাচ্ছে।
শায়খুল আরব ওয়াল আজম সাইয়্যেদ হোসাইন আহমদ মাদানী রহঃ এর স্নেহধন্য খলিফা শায়খুল হাদিস আল্লামা আবদুল মোমিন রহঃ গত ৮ এপ্রিল বুধবার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। বর্ষিয়ান এই মনীষী কর্মমুখর বর্ণাঢ্য এক জীবন যাপন করে গিয়েছেন। নিভৃতচারী এই মহান সাধক দরস-তাদরীস,সিয়াসত, তাসাউফ ও খেদমতে খালকসহ বিভিন্ন অঙ্গনে অনুকরণীয় নমুনা রেখে গেছেন। শিক্ষকতার জীবনে হযরত রহঃ এর যেমন অনেক ছাত্র রয়েছেন, সিয়াসতের ময়দানেও রয়েছেন বিশাল কর্মীবাহিনী, তাসাউফের অঙ্গনেও রয়েছেন অনেক খলীফা, মুতাআল্লীকিন-ভক্ত অনুরক্ত।
হযরত রহঃ এর শতবর্ষের জীবনে অসংখ্য -অগণিত মানুষ তাঁর সান্নিধ্যপ্রাপ্তিতে ধন্য হয়েছেন।

অনুকরণীয় আকাবিরদের অত্যুজ্বল নমুনা এই মনীষীর জীবনাদর্শ যুগ যুগ জাতিকে পথ দেখাবে।হকের পথে রাহনুমায়ী করবে। তাই হযরত রহঃ এর জীবন ও কর্ম, সংগ্রাম ও সাধনার নির্মোহ বিবরণ এবং খলীফায়ে মাদানীর সান্নিধ্যপ্রাপ্তদের আবেগময় স্মৃতিচারণ,অভিব্যাক্তি, আত্মউপলব্ধির বর্ণনা নিয়ে খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া মধ্যবাড়েরা, সদর, মোমেনশাহীর উদ্যোগে ও জামিয়া শায়খ আবদুল মোমিন এর ব্যবস্থাপনায় একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ছুটির এই অবসরে আপনিও লিখতে পারেন খলীফায়ে মাদানীর জীবন ও কর্ম নিয়ে বিশ্লেষণ ও স্মৃতিচারণ মূলক লেখা। লিখতে পারেন হযরতের সান্নিধ্যপ্রাপ্তির আবেগ, অনুভূতি ও অভিব্যাক্তির কথা। হযরতের উপদেশ ও পরামর্শের কথা। বয়ান ও আলোচনার প্রভাবের কথা। আপনার দেখা কোন শিক্ষনীয় ঘটনার কথা।এছাড়াও হযরতের বয়ান, বিবৃতি,চিঠি,রেকর্ডিং ও স্মৃতিবাহী কোন বিষয় ও বস্তু সম্পর্কে তথ্য দিয়ে স্মারকগ্রন্থ প্রকাশের কাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি।
উল্লেখ্য ; স্মারক প্রকাশনার কাজ বাস্তবায়নের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির তালিকা নিম্নরূপ:

১.মুফতী মাহবূবুল্লাহ্ দাঃবা আহবায়ক
খলিফা, শায়খ আবদুল মোমিন রহঃ

২.মাওলানা উবায়দুল্লাহ্ ফারুক দাঃবাঃ
খলীফায়ে ইমামবাড়ী রহ.
শায়খুল হাদীস, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা

৩.মাওলানা এমদাদুল্লাহ্ দাঃবাঃ
সাহেবজাদা,শায়খ আবদুল মোমিন রহঃ

৪.মাওলানা আব্দুল হাই দাঃবা
খলিফা, শায়খ আবদুল মোমিন রহঃ

৫.মুফতী সোহাইল আহমদ দাঃবাঃ
৬.মাওলানা ইকবাল মাহমুদ দাঃবাঃ
৭.মাওলানা মুহাম্মদ আলী দাঃবাঃ
৮.মাওলানা সাইফুল ইসলাম দাঃবাঃ
৯. মাওলানা রুহুল আমীন নগরী দাঃবাঃ
১০.মাওলানা কামরুল ইসলাম দাঃবাঃ
১১.মুফতী আমীর ইবনে আহমদ দাঃবাঃ সদস্যসচিব

লেখা পাঠানোর শেষ তারিখ: ৩০ জুন ২০২০ ইং
লেখা পাঠানোর ঠিকানা : খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া, মধ্যবাড়েরা, সদর, ময়মনসিংহ

ইমেইল : jamjam.media.printers@gmail.com

ফেসবুক : আমীর ইবনে আহমদ

ইমো :০১৭৪৭-০৪০৭৮৬
যোগাযোগ : ০১৭২৭-২৭৪৮২৬, ০১৭১২-৭৮৯২২০, ০১৭১৫-১৪০৬৯১, ০১৭১২-৪০২০৬৪, ০১৭৪৭-০৪০৭৮৬