সিলেটমঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে ইত্তেহাদুল উম্মাহর মৎস্য বিতরণ

Ruhul Amin
মে ১২, ২০২০ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

সিলেটের গোয়াইনঘাটে করোনায় বিপর্যস্ত ১০০টি
নিম্ন আয়ের পরিবারে মৎস্য বিতরণ করা হয়।

আজ দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ‘ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ১০০টি নিম্নবিত্ত পরিবারে মাছ বিতরণ করা হয়।

জানা যায়, বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠানটি গত ৮ মে শুক্রবার করোনার প্রকোপে বিপদগ্রস্ত মানবতার পাশে দাঁড়ানোসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। এর পরদিন উপজেলার বিভিন্ন মসজিদ ও বাজারে কুরঅান বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করে। এরই ধারাবাহিকতায় আজ ১০০টি পরিবারে মাছ বিতরণ করে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, “আমরা আল্লাহর ওপর ভরসা করে বড় আকারে কয়েকটি কর্মসূচী ঘোষণা করেছি। আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে এবং পুরো রমযান মাস চলবে, ইনশাআল্লাহ। কঠিন এ পরিস্থিতিতে মানবতার পাশে দাঁড়ানোর আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।” সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন, লাফনাউট মাদরাসার
সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিক, জাতুগ্রাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু বকর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব
সিরাজ উদ্দিন,হাতিরপাড়া স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল করিম, রাউতগ্রাম জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুন নুর, জনাব তাজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বহুমুখী এ প্রতিষ্ঠানের চলমান অন্যান্য
কর্মসূচির মধ্যে রয়েছে, কুরআন মাজিদ বিতরণ,
বিপদগ্রস্ত আলেম ও হাফেজ পরিবারের পাশে দাঁড়ানো, ইফতার বিতরণ, খাদ্য সহায়তা তহবিল,
ঈদ ফুড প্যাকেজ ইত্যাদি।