সিলেটমঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পরপরই সকল কওমি মাদরাসা খোলে দেয়ার আহবান জানিয়েছেন নেত্রকোণার অর্ধশত মুহতামিম

Ruhul Amin
মে ১২, ২০২০ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ ঈদুল ফিতরের পর পরই দেশের সকল কওমি মাদরাসা খোলে দেয়ার আহবান জানিয়েছেন নেত্রকোণা জেলার অর্ধশত মাদরাসার মুহতামিম/ পরিচালকগণ।  মঙ্গলবার বিকেলে  মাওলানা আসাদ আকন্দ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে নেত্রকোণা জেলার আলেমগণ হলেনঃ মাওলানা জিয়া উদ্দিন-, মুহতামিম জামিয়া শাহিদিয়া ইমদাদিয়া ঝাঞ্জাঈল, মাওলানা আবুল কাশেম-মুহতামিম জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনা, মাওলানা ইউসুফ- মুহতামিম আশরাফুল উলুম সুতারপুর, মাওলানা সিরাজুল ইসলাম- মুহতামিম জামিয়া নূরিয়া দারুল উলূম মালনী,মুফতি তাহের কাছেমী- মুহতামিম জামিয়া মাহমুদিয়া হাশেমিয়া শালজান নেত্রকোনা, মাওলানা আব্দুল কাইয়ু- মুহতামিম জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী, মাওলানা আসাদুর রহমান আকন্দ- মুহতামিম জামিয়া রাহেলা পারভীন তাহযীবুল বানাত নেত্রকোনা, হাফেজ দেলোয়ার হোসাইন- মুহতামিম নাগড়া হাফিজিয়া মাদরাসা, মাওঃ আনিছুর রহমান,মাওঃ খালিদ সাইফল্লাহ-মুহতামিম মাদরাসাতুল আরকাম নেত্রকোনা, মাওঃ মোশাররফ হোসাইন- পর্বধলা, মাওঃ নূর মোহাম্মদ – পর্বধলা, মাওঃ মামুনুর রশিদ- দূর্গাপুর, মুফতি অলিউল্লাহ- দূর্গাপুর, মাওঃ মাহমুদুল হাসান -মুহতামিম জামিয়া কাসিমিয়া মোহনগঞ্জ, মাওঃ মাসুম আহমাদ-মুহতামিম জামিয়া মাদানিয়া নওহাল মোহনগঞ্জ, মাওলানা রুহুল আমীন নগরী-পরিচালক- নগর মাদানিয়া বালক-বালিকা মাদরাসা, মাওলানা আল আমীন-মুহতামিম খাদিমুল কুরআন কওমি মাদরাসা ঝিমটি,মাওলানা শরীফ উদ্দিন তালুকদার – মুহতামিম জামিয়া তাহসীনুল কুরআন ওয়াসসুন্নাহ মহিলা মাদরাসা,মাওলানা আবু সায়েম খান – মুহতামিম কুরপাড় মাদরাসা, মুফতি আনোয়ার হোসাইন – বারহাট্রা,মাওঃ লুৎফুর রহমান বারহাট্রা, মাওঃ বুরহান উদ্দিন কেন্দুয়া, মাওঃ হারুনুর রশীদ ফারুকী কেন্দুয়া, মাওঃ আব্দুল কাদির কলমাকান্দা,মুফতি যাইনুল আবেদীন কলমাকান্দা,মাওলানা মফিজুর রহমান -আটপাড়া,মাওঃ আব্দুল ওয়াহিদ মদন, মুফতি আনোয়ার হোসাইন মদন,মাওঃ ইউনুস সুতারপুরী,মাওঃ কামাল উদ্দিন খান,মাওঃ নুরুল হক, মুফতি ফারুক আহমাদ, মুফতি জাকারিয়া,মাওঃ এনামুল হক,মুফতি আহমাদ প্রমূখ ।

বিবৃতিতে উলামায়ে কেরাম বলেন, লকডাউন পরিস্থিতি জারির প্রায় দেড় মাস পর সরকার যখন জনগণের কল্যাণে সবকিছুই শর্তসাপেক্ষে উন্মুক্ত করে দিতে শুরু করেছেন, সেহেতু দেশের শান্তিপ্রিয় সুশৃঙ্খল এবং সবচেয়ে বেশি নিয়ম মেনে চলতে অভ্যস্ত ও আনুগত্যশীল কাওমী শিক্ষার্থীদের আরো একটি শিক্ষাবর্ষে কুরআন ও হাদীসের শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকুক এটা কাম্য হতে পারে না। সুতরাং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটির পর কুরআন-হাদীস চর্চার কেন্দ্রস্থল কওমী মাদরাসাসমূহ খুলে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে কওমী অঙ্গনের সর্বোচ্চ ফোরাম আল-হাইআতুল উলইয়া বোর্ড কর্তৃপক্ষের প্রতি আমরা জোর দাবী জানাচ্ছি।

এর আগে দেশের শীর্ষস্থানীয় ৭২ জন হক্কানি ওলামা-মশায়েখ এক যৌথ বিবৃতিতে কওমি অঙ্গনের সর্বোচ্চ ফোরাম আল-হাইআতুল উলইয়া বোর্ড কর্তৃপক্ষের প্রতি আসন্ন ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাসমূহ খুলে দিতে জোর দাবি জানিয়েছেন। ১১ মে সোমবার মাওলানা ফজলুল করীম কাসেমী স্বাক্ষরিত ৭২ জন আলেমের এক বিবৃতি গণমাধ্যমে প্রেরণ করা হয়।
বিবৃতিতে উলামায়ে কেরাম আরো বলেন, করোনা মহামারির কারণে দেশব্যাপী লকডাউন পরিস্থিতি চলায় দেশের প্রায় বিশ হাজার কাওমী মাদরাসার পঁচিশ লাখেরও বেশি শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা, বেফাক ও আল-হাইআতুল উলইয়ার সেন্টার পরীক্ষা দিতে পারেনি। নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের পর থেকে কাওমী মাদরাসাসমূহের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। এ সময়টা কওমি মাদ্রাসাসমূহের জন্য অত্যন্ত গুরুত্ববহ।
বিবৃতিদাতা উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ হলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জিয়া উদ্দিন, আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী, আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা নুরুল ইসলাম (আদীব সাহেব), আল্লামা হাফেজ আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), আল্লামা মুনিরুজ্জামান সিরাজী, আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, আল্লামা আরশাদ রহমানী (বসুন্ধরা), আল্লামা নুরুল হক (বট্টগ্রাম হুজুর), অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী (শায়েখে দেওনা), আল্লামা উবায়দুল্লহ ফারুক, মাওলানা মাহমুদুল আলম (সিরাজগঞ্জ), মাওলানা আব্দুল হক হক্কানী (জামিল মাদরাসা), মুফতী মোবারকুল্লাহ (বি-বাড়ীয়া), মাওলানা নূরুল ইসলাম (খিলগাঁও), মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আবুল কালাম (জামিয়া মুহাম্মাদিয়া), মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া (আরজাবাদ), মুফতী শফিকুল ইসলাম (সাইনবোর্ড), মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী (হাটহাজারী), মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, হাফেয মাওলানা নাজমুল হাসান কাসেমী (বারিধারা), মাওলানা খুরশেদ আলম কাসেমী (খতীব, আল্লা করীম), মাওলানা আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ), মুফতি মুনির হোসাইন হোসাইন কাসেমী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমূদী (বরিশাল) মুফতি বশির উল্লাহ, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা আব্দুল বছির (সুনামগঞ্জ), মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা জামিল আহমদ আনসারী (মৌলভীবাজার), মাওলানা বশির উদ্দিন (নরসিংদী), মাওলানা আব্দুর রহিম, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা বশির আহমদ (সৈয়দপুর,মুন্সিগঞ্জ), মাওলানা খলিলুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (ময়মনসিংহ), মাওলানা মাহবুব উল্লাহ, মাওলানা নুরুল আবসার মাসুম, মাওলানা আবুল কাশেম (জামালপুর), মুফতি শামসুদ্দিন, মাওলানা মুহাম্মদুল্লাহ খান, মুফতি আবু তাহের (নেত্রকোনা), মুফতি মুহাম্মদুল্লাহ জামী (কিশোরগঞ্জ), মাওলানা আতাউর রহমান কাসেমী, মাওলানা লোকমান মাযহারী (কুমিল্লা), মাওলানা জয়নুল আবেদীন (সিলেট), মুফতি শামসুল ইসলাম জিলানী, মাওলানা শাহজালাল, মাওলানা আব্দুল আজিজ (টাঙ্গাইল), মাওলানা ইয়াসিন, মাওলানা হেলাল উদ্দিন (ফরিদপুর), মুফতি কামরুজ্জামান, হাফেজ মাওলানা দেলোয়ার, মাওলানা সাখাওয়াত হোছাইন (খুলনা), মুফতি শহিদুল ইসলাম, মুফতি নজরুল ইসলাম (সিরাজগঞ্জ), মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল কুদ্দুস মিরপুর-১৪, মাওলানা নূর মোহাম্মদ (মিরপুর), মাওলানা আলী আকবর (সাভার), মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, মাওলানা সুলাইমান নোমানী, মাওলানা আজিমুদ্দিন, মুফতি মুজিবুর রহমান প্রমুখ।