সিলেটশনিবার , ২৬ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সিলেট জেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ

Ruhul Amin
নভেম্বর ২৬, ২০১৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর নির্যাতন ও গণহত্যার  প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার বাদ আছর সিলেটেমিছিল সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখা। নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট পয়েন্টে পথসভায় মিলিত হয়।
সিলেট জেলা সভাপতি মাওলানা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের পরিচালনায় মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, যুব নেতা মাওলানা মুখতার হোসাইন, ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়ীবুর রহমান চৌধুরী, মাওলানা জাহেদ আহমদ, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা ছদরুল আমিন, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র নেতা মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সৈয়দ উবায়দুর রহমান, আব্দুল কাদির জুনেদ, মাওলানা এমাদ উদ্দিন সালিম, মাওলানা হাসান আহমদ, মাওলানা আসাদ উদ্দিন, হাফিজ সুহাইল আহমদ, মাওলানা মতিউর রহমান, হাফিজ কবির আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি বাহা উদ্দিন বাহার, হাফিজ সাব্বির আহমদ রাজি, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, আব্দুল হোসেন খান, মহানগর সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, এম বেলাল আহমদ চৌধুরী, ইমরান আহমদ, ফয়েজ উদ্দিন, এহিয়া হামিদী, লোকমান হাকিম, হোসাইন আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ বাবর, হাফিজ মাসউদ আজহার, মনসুর বিন সালেহ, হাফিজ আব্দুল করিম হেলালী, আল আমিন সাদিক, আতিকুর রহমান নগরী, হাফিজ জাকারিয়া, কে এম তাহমিদ হাসান, হাফিজ জাহেদ আহমদ, হাফিজ কয়েছ আহমদ, মিজান আহমদ, আবু বকর সিদ্দিক।
সমাবেশে বক্তারা মিয়ানমারের সেনাবাহিনী কর্র্র্তৃক বর্বর, সন্ত্রাসী হামলা ও গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধের জন্য আর্ন্তজাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকার কর্তৃক অসহায় রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে হবে। অন্যথায় দেশের জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠবেন। বক্তারা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন অসহায় নির্যাতিত মুসলমানদের আশ্রয় দেয়া মানবিক দায়িত্ব। বিজিকে এ ব্যাপারে রোহিঙ্গাদের সাথে মানবিক আচরণের আহবান জানান। বক্তারা জাতিসংঘ সহ ওআইসিকে বলিষ্ঠ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান। পরিবেশেষে রোহিঙ্গা নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।15267685_711186075730205_7497151717585951333_n