সিলেটসোমবার , ২৫ মে ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আল্লামা বাবুনগরী

Ruhul Amin
মে ২৫, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

সোমবার (২৫ মে) সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে আল্লামা বাবুনগরী বলেন, মহান আল্লাহ তায়ালার হুকুম ও শ্বাসত ধর্ম ইসলামের পাঁচ স্থম্ভের অন্যতম রমজানুল মোবারকের রোজা৷ এই রমজানুল মোবারকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ উপহার৷

তিনি বলেন শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ,খুশী উদযাপনে কোন প্রকার বাধা নেই৷ তবে ইসলাম বিরুধী কর্মকান্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা হারাম।

আল্লামা বাবুনগরী বলেন, বর্তমানে ঈদের সময়ে ‘ঈদ মোবারক’ ‘ঈদ মোবারক’ বলে একে অপরকে শুভেচ্ছা জানানো ফ্যাশনে পরিণত হয়েছে৷ ঈদের সময় সাক্ষাত পর্বে অনেকেই সালামের পরিবর্তে শুধুমাত্র ঈদ মোবারক বলে৷ এটা মোটেও ঠিক নয় সাক্ষাতের সময় সর্বপ্রথম আগে সালাম করতে হবে। তার পরে অন্য কাজ।

তিনি বলেন, করোনা ভাইরাসের এই নাজুক পরিস্থিতিতে লক ডাউনের কারণে গরীব-দুঃখীরা বড় কষ্টে জীবন যাপন করছে। তাদের ঘরে আজ নেই ঈদের কোন আনন্দ,খুশির আমেজ। তাই সেসব গরীব-দুঃখী,অসহায়দের মুখে হসি ফুঁটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান করছি।

তিনি আরো বলেন,পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ,একে অন্যের প্রতি সহনশীল এবং সংযত হওয়ার শিক্ষা দিয়েছে৷ রমজান শেষ হলেও রমজানের শিক্ষাকে আমাদের বুকে ধারণ করে সামনের পথ চলতে হবে৷

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সকলকে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে দু’আর আহবান জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন, আমার পক্ষ থেকে দেশবাসী ও পৃথিবীর সকল মুসলমানদের জানাই ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সকল মুমিন মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা৷