সিলেটবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

করোনা উপসর্গ নিয়ে মৃত জৈন্তাপুরের আবুল হোসেনের দাফনকাজে বাতায়ন

Ruhul Amin
মে ২৮, ২০২০ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেনের দাফন সম্পন্ন। উপজেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক টিম ও বাতায়ন স্বেচ্ছাসেবক টিমের সম্মিলিত সহযোগিতায় নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুযায়ী নিজপাট ইউনিয়নের যশপুর নিজ গ্রামের কবরস্থানে এ দাফনকাজ সম্পন্ন হয়।

জানা যায়, তিনি কয়েকদিন যাবত সর্দি-জ্বরে আক্রান্ত ছিলেন। বাড়িতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাগ্রহণ করছিলেন। ২৬ মে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে হঠাৎ করে শাসকষ্ট বেড়ে যায়। দ্রুত তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট শামসুদ্দীন হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। সেখানে ভর্তির প্রায় ১২ ঘণ্টা পর করোনা আইসোলেশন ইউনিটেই চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

এই সময়ের ভেতরেই আবুল হোসেনের নমুনা পরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে মৃত্যুর আগে জানা যায়নি তার করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ পজিটিভ ছিল না নেগেটিভ।