সিলেটসোমবার , ১৫ জুন ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের সাবেক মেয়র বদরুদ্দীন কামরান আর নেই

Ruhul Amin
জুন ১৫, ২০২০ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক জনপ্রিয় মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আর নেই। (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে আরমান আহমদ শিপলু।

শিপলু জানান, রাত ১১ টায় বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং ২টা ৩০মিনিটের দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত ৫ জুন ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বদর উদ্দিন কামরানের করোনা ধরা পড়ে। পরদিন শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি করা হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে রোববার (০৭ জুন) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। তার দেহে করোনাজয়ী কারো ‘এ’পজিটিভ রক্তের সংগৃহীত প্লাজমা থেরাপি দেওয়া হয়।

তার স্বজনরা জানান, হাসপাতালে প্লাজমা থেরাপি দেওয়ার পর পরই বদর উদ্দিন আহমদ কামরান কিছুটা সুস্থ হয়ে ওঠেন। রোববার মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

এর আগে, গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।