সিলেট রিপোর্ট: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল শনিবার (২৬ নভেম্বর) এএসপি মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানাধীন রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রামপুর গ্রামের জনৈক ইউসুফ আলীর বাড়ির সামনে থেকে ৪৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েসসহ একজনকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ বিল্লাল হোসেন (৪৪), পিতা- মৃত মোহাম্মদ আলী, গ্রাম- রামপুর, থানা- বিশ^ম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।