সিলেট রিপোর্টঃ শাহ জামাল (৫২) নামক এক ব্যক্তি সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হন। গত ১৮/০৬/২০২০ ইং তারিখ দুপুর অনুমান 02.ঘটিকার সময় কানাইঘাট থানাধীন বাংলাবাজারে যাওয়ার পরে অবস্হান করে ঐদিন রাত 07,ঘটিকার সময় বাংলাবাজার হতে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে আর বাড়িতে আসেন নাই । তার ভাই শাহ জামাল বাড়িতে না আসায় তার মোবাইল নং ০১৭৬৪২৮০৫৪৩ তে ফোন দিয়া বন্ধ পাওয়ায় এবং আত্নীয় স্বজনের বাড়ীতে সম্ভাব্য সকল স্হানে ব্যাপক খোজাখুজি করে কোন তথ্য তালাশ না পাওয়ায় থানায় একটি ডায়রি করেন। কানাইঘাট থানার সাধারণ ডায়রী
নং ১০৩৫, ত ২২/০৬/২০২০ ইং।
নিখোঁজের নাম ও ঠিকানাঃ শাহ জামাল, পিতা ফয়জুর রহমান সাং জুলাই পিরনগর থানা কানাইঘাট জেলা সিলেট । নিখোঁজের সময় তার গায়ে সদা স্যালোয়ার,সদা পাঞ্জাবী, পায়ে স্যান্ডেল,মাথায় টুপি ছিল।তার গায়ের রং কালো,মুখের তুতীতে দাড়ি আছে। কোন সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে তার ভাই রফিক আহমদ(
মোবাঃ01737354051) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরুধ জানানো হয়েছে।