সিলেটশনিবার , ২৭ জুন ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি

Ruhul Amin
জুন ২৭, ২০২০ ১:২০ অপরাহ্ণ
Link Copied!


এইচ এম জিয়াউর রহমান;
ভারতের মেঘালয়সহ সুনামগঞ্জ জেলায় অব্যাহত বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ জেলায় বিভিন্ন নদ নদীর পানি দ্রুত সমতল বৃদ্ধি পাচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢল নেমে আসার ফলে সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চল ইতোমধ্যে প্লাবিত রয়েছে। এছাড়াও সুনামগঞ্জ শহর এবং জেলার অধিকাংশ মানুষ এখন জলাবদ্ধ রয়েছেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের অদ্য ২৭/০৬/২০ইং তারিখের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পার্শবর্তী এলাকাসহ হাওর অঞ্চলের মানুষজন ঘরবাড়ি,গবাদিপশু,এবং নিজেদের জান-মাল নিয়ে দোটানার মধ্যে রয়েছে।

নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যে প্রবেশ করেছে জেলা শহরের কাজি পয়েন্ট,উকিলপাড়া,রিভার ভিও।শক্তিরখলা,মুসলিমপুর,আক্তারপাড়া,ডলুরা,সুলেমানপুর,লাউড়েরগর। এছাড়াও জেলার সীমান্তববর্তী এলাকা,ছাতক উপজেলা,দোয়ারাবাজার উপজেলা,তাহিরপুরসহ বেশ কয়েকটি উপজেলার রাস্তাঘাট-বাজারহাট বন্যারর পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
এদিকে বন্যায় প্লাবিত এলাকা,জলাবদ্ধ হাওর অঞ্চলের মানুষের হাহাকার পানির সাথে তাল মিলেয়ে বেড়েই চলছে । এসব এলাকায় এপর্যন্ত উল্লেখযোগ্য কোন ত্রাণ-সেবা চোখে পড়েনি। এমতাবস্থায় জেলার জলাবদ্ধ মানুষ স্থানীয় জনপ্রশাসন, জনপ্রতিনিধি, মানবসেবীসহ দেশবাসীর কাছে তাদের পাশে এগিয়ে আসার আহবান জানাচ্ছেন।

বর্ণিত অবস্থার প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কর্তৃক জেলার বিভিন্ন নদ- নদীর সমতল পানি গ্রহণ পূর্বক সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার চাহিদা মোতাবেক তথ্য প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জ পওর বিভাগ -১,বাপাউবো,সুনামগঞ্জ বন্যা তথ্য কেন্দ্র চালু করা হয়েছে।