সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ ইং | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
সিলেট রিপোর্টঃ সিলেটেের গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে। কয়েক হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সকল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অবর্ননীয় পরিস্থিতিতে রয়েছেন বন্যার্তরা নেই উদ্ধার তৎপরতা নেই সহায়তা।
অবিরাম বর্ষন আর পাহাড়ি ঢলে ২৬ জুন গোটা গোয়াইনঘাট বন্যাক্রান্ত হয়ে পড়ে। শুক্রবার বিকেলে পানি কিছুটা কমলেও শনিবার দুপুর থেকে দ্রæতবেগে পানি বাড়তে থাকে। পশ্চিম জাফলং ইউপির চেয়ারম্যাম ভারপ্রাপ্ত রফিক আহমদ জানান তার ইউপিতে ৩ হাজার ঘরবাড়িতে পানি উঠেছে। কাপ্তনপুর মনাইকান্দ, লক্ষনছড়া, ৭, ৮ও ৯নং ওয়ার্ডে ৩ হাজার ঘরবাড়িতে পানি উঠেছে। ১০নং পশ্চিম আলীরগাও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের জানান প্রায় ৪শত ঘরবাড়িতে পানি উঠেছে, সারা ইউনিয়নবাসি পানি বন্দী রয়েছেন ।
একই ভাবে রুস্থমপুর,পূর্ব জাফলং তোয়াকুল,নন্দিরগাঁও ফতেপুরসহ হাওরাঞ্চলের প্রায় অর্ধ লক্ষ পরিবার মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। উপজেলা সদর বাজার সহ আশপাশের গ্রামে অনেক বাড়িও তলিয়ে গেছে। গোয়াইনঘাটের দূর্যোগ ব্যাবস্থাপনা অফিস সূত্রে জানানো হয়, সকাল ১০টা পর্যন্ত ৯৩০টি পরিরার পানিবন্দী থাকার খবর পেয়েছেন। গোয়ায়াইঘাটের বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করলেও তাৎক্ষনিকভাবে আক্রান্তদের উদ্ধারের নেই কোন ঊদ্যোগ। আশ্রয় কেন্দ্র বলেত রয়েছে কয়েকটি প্রাইমারী স্কুল সেখানেও যাওয়ার নেই কোন ব্যাব্স্থা।
বন্যা পরিস্থিতিতে বিষয়ে জানতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলেও ফোন রিসিভ হয়নি। থানার অফসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হচ্ছে। সাধারণ মানুষ বলছেন এমন দ্রæতগতিতে পানি বাড়ছে রাত্রে আরে অসংখ্য ঘরবাড়ি তলিয়ে যেতে পারে ঘটতে পারে বিপদ। প্রশাসন এমন পরিস্থিতিতে আক্রান্তদের নিরাপদে আনার ব্যাবস্থা কবেনি বলে আক্রান্তদের অভিযোগ রয়েছে। গত ৩ দিন ধরে আক্রান্ত মানুষদের দেয়া হচ্ছে না কোন সহায়তা ফলে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে কাটছে মানুষের দিন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com