সিলেটরবিবার , ২৮ জুন ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মৃত্যু ৫ লাখ ও আক্রান্ত কোটি ছাড়ালো

Ruhul Amin
জুন ২৮, ২০২০ ৬:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটরিপোর্ট ডেস্কঃ

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ও আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৫ লাখ ৬২৫ জন,আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ৭৫ হাজার। নতুন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গতকাল একদিনে নতুন আক্রান্ত হয়েছেন আরো ১ লাখ ৭৬ হাজার মানুষ। মারা গেছেন ৪ হাজার ৫৪৬ জন। নতুন আক্রান্তের শীর্ষে আমেরিকা ও ব্রাজিল, গতকাল একদিনে দুইদেশে ৭৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ভারতে ২০ হাজার, রাশিয়ায় ৭ হাজার সহ মোট ১ লাখ ৭৫ হাজার মানুষ।

পৃথিবীর ২১৩ টি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৫ হাজার। এর মধ্যে শুধু আমেরিকায় আক্রান্ত প্রায় ২৬ লাখ মানুষ। সুস্হ হয়েছেন সাড়ে ৫৪ লাখ। চিকিৎসাধীন আছেন ৪১ লাখ ১৫ হাজার। আশংকাজনক অবস্হায় আছেন ৫৮ হাজার।
প্রাণঘাতী করোনা সর্বাধিক চড়াও হয় ইউরোপ -আমেরিকায়। ইউরোপে মারা গেছেন প্রায় ১ লাখ ৯০ হাজার ৪৬৯ জন। আর শুধু আমেরিকাতেই মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ১৫২ জন মানুষ। উত্তর আমেরিকায় মোট মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৪১৮জন, দ. আমেরিকায় মারা গেছেন ৮১,২০৬ জন , এশিয়ায় মারা গেছেন ৫৩,৮৭২ জন, আফ্রিকায় মারা গেছেন ৯ হাজার ৫১৯ জন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে, মারা গেছেন ৯৯৪ জন জন। নতুন মৃত্যু হয়েছে মেক্সিকোতে ৭১৯ জনের, আমেরিকায় ৫১২ জনের, ভারতে ৪১৪ জনের, চিলিতে ২৭৯ জনের, পেরুতে ১৯৬ জনের, রাশিয়ায় ১৮৮জনের, কলম্বিয়ায় ১২৮ জনের, ইরানে ১২৫ জনের, ইরাকে ১০১ জনের, ব্রিটেনে ১০০ জনের, মিশরে ৮৮ জনের, পাকিস্তানে ৭৩ জনের, দ.আফ্রিকায় ৭৩ জনের, গোয়েতেমালায় ৪৯ জনের, হন্ডুরাসে ৪৫ জনের, সৌদী আরবে ৩৭ জনের, ইন্দোনেশিয়ায় ৩৭ জনের, বাংলাদেশে ৩৪ জনের, ইউক্রেনে ২৪ জনের, আর্জেন্টিনায় ২৩ জনের, বলিভিয়ায় ২১ জনের, আফগানিস্তানে ২০ জনের, ইকুয়েডরে ১৮ জনের, তুরস্কে ১৭ জনের, পানামায় ১৭ জনের ও কাজাকিস্তানে ১৬ জনসহ অন্যান্য দেশ মিলে ৪ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আমেরিকায় মৃত ১,২৮,১৫২ জন, ব্রাজিলে ৫৭,১০৩ জন, ব্রিটেনে ৪৩,৫১৪ জন, ইতালিতে ৩৪,৭১৬ জন, ফ্রান্সে ২৯,৭৭৮ জন, স্পেনে ২৮,৩৪১ জন, মেক্সিকোতে ২৫,৭৭৯ জন, ভারতে ১৬,১০৩ জন, ইরানে ১০,৩৬৪ জন, বেলজিয়ামে ৯,৭৩২ জন, পেরুতে ৯,১৩৫ জন, জার্মানিতে ৯,০২৬ জন, রাশিয়ায় ৮,৯৬৯ জন, কানাডায় ৮,৫১৬ জন, নেদারল্যান্ডে ৬,১০৫ জন, চিলিতে ৫,৩৪৭ জন, সুইডেনে ৫,২৮০ জন, তুরস্কে ৫,০৮২ জন, চীনে ৪,৬৩৪ জন, ইকুয়েডরে ৪,৪২৪ জন, পাকিস্তানে ৪,০৩৫ জন, কলম্বিয়ায় ২,৯৩৯ জন, ইন্দোনেশিয়ায় ২,৭২০ জন, মিশরে ২,৭০৮ জন, দ. আফ্রিকায় ২,৪১৩ জন, সুইজারল্যান্ডে ১,৯৬২ জন, আয়ারল্যান্ডে ১,৭৩৪ জন, বাংলাদেশে ১,৬৯৫ জন, ইরাক ১,৬৬০ জন, রোমানিয়া ১,৫৮৯ জন, পর্তুগালে ১,৫৬১ জন, সৌদী আরবে ১,৫১১ জন, পোলান্ডে ১,৪৩৫ জন, ফিলিপাইনে ১,২৩৬ জন, আর্জেন্টিনায় ১,২০৭ জন, ইউক্রেনে ১,১১০ জন ও জাপানে ৯৭১ ও বলিভিয়ায় ৯৩৪ জনসহ অন্যান্য দেশ মিলে মোট ৫ লাখ ৬২৫ জনের মৃত্যু হয়েছে।