সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ ইং | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০
সিলেট রিপোর্টঃ
শতবর্ষে এই প্রথম শাহজালালের মাজারে ওরস হচ্ছে না। করোনাভাইরাসের কারণে এবার হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরস মোবারক উদযাপন করা হবে না। আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শাহজালাল (রহ.) এর মাজার অফিসে এক বৈঠক শেষে শাহজালাল (রহ.) দরগাহ অফিসে একটি লিখিত বক্তব্য পাঠ করে এমন ঘোষণা দেন দরগাহের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান। তিনি জানান,৭০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনোও মহামারির কারণে ওরস মোবারক আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে না।
বর্তমান করোনা পরিস্থিতিতে ৭০১তম ওরস বন্ধ রাখা হচ্ছে। আগামী ১১ ও ১২ জুলাই মাজারের বার্ষিক ওরস হওয়ার কথা ছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com