সিলেটবৃহস্পতিবার , ২ জুলাই ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিখ্যাত শিল্পপতি শায়খ সুলায়মান বিন আবদুল আযীযের ইন্তেকাল

Ruhul Amin
জুলাই ২, ২০২০ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক “আল রাজেহি” এর মালিক এবং একই সাথে পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান “রাজেহী বাগান” এর মালিক শেখ সুলায়মান বিন আবদুল আযীয গতকাল ৯৭ বছর বয়সে গতকাল ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
শেখ সুলায়মান বিন আব্দুল আজিজ পৃথিবীর ১২০ তম ধনী মানুষ। এবং ফোর্বস ম্যাগাজিন এর মতে পৃথিবীর শ্রেষ্ঠ ২০ জন মানবিক সহায়তা প্রদানকারীর মধ্যে একজন!
আলরাজেহি ব্যাংক এর ২০ শতাংশ অর্থ সৌদি আরবের দরিদ্র শিশুদের জন্য বরাদ্দকৃত! এবং পৃথিবীর সবচেয়ে বড় খেজুরের বাগান আল রাজেহি এর সমস্ত অর্থ ও খেজুর আল্লাহর রাস্তায় ওয়াকফকৃত! অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রয়ের জন্য নয়। এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়া হয়েছে। সে কারণে বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়াকফ সম্পত্তি’ হিসাবেও এই বাগানকে বিবেচনা করা হয়। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে এ বাগানটি যুক্ত হয়েছে।
পুরো রমজান মাসে মক্কা ও মদিনার সব রোজাদারদের খেজুর এই বাগান থেকেই সরবরাহ করা হয়!
একইসাথে পৃথিবীর বিভিন্ন দেশে এই বাগানের খেজুর অনুদান হিসেবে পাঠানো হতো।