সিলেটবুধবার , ৮ জুলাই ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিফজ ও মক্তব বিভাগ খোলার ঘোষণার বিষয়ে হাইআতুল উলয়ার বিজ্ঞপ্তি

Ruhul Amin
জুলাই ৮, ২০২০ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল দেশের সকল কওমি মাদরাসার হিফজ ও মক্তব বিভাগ খোলার ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে হিফজ ও মক্তব বিভাগ খোলার সরকারি মৌখিক ঘোষণা জানানোর পাশাপাশি কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়েছে।
হাইআতুল উলয়ার দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসার সকল হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার মৌখিক ঘোষণার প্রেক্ষিতে হাইআতুল উলয়ার পক্ষ থেকে সকল মাদরাসা কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে যাতে মক্তব ও হিফজ বিভাগ খুলে দেওয়া যায় সেজন্য নিন্মোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করে প্রস্তুতি গ্রহণ করতে হবে:

১. মাদরাসা ভবনকে জীবাণুনাশক দিয়ে ভালভাবে পরিস্কার করতে হবে।

২. আগত অভিভাবক ও ছাত্রদের নিয়মিত হাত ধোঁয়ার ব্যবস্থা করতে হবে।

৩. ক্লাসে ও ক্লাসের বাইরে প্রয়োজনীয় দূরত্ব রেখে ছাত্রদের বসার ও বিশ্রামের ব্যবস্থা করতে হবে।

৪. দেশ, জাতি ও বিশ্বের জন্য নিয়মিত দোয়ার ব্যবস্থা করতে হবে।

এদিকে বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ১২ জুলাই থেকে হিফজখানা খোলার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়।