সিলেটরবিবার , ২৭ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জের সোনাসারে হেফাজতের বিক্ষোভ মিছিল

Ruhul Amin
নভেম্বর ২৭, ২০১৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ থেকে-জুবায়ের আহমদ: মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার সোনাসার শাখার উদ্যোগে রোববার বাদ আসর সোনাসার বাজারে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মাওলানা আবদুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুনশীবাজার মাদরাসার শিক্ষা সচিব মাও.ইউনুস খাদিমানী,সিনিয়র মুহাদ্দিস মাও.মাহমুদ হুসাইন বারঠাকুরী,সোনাসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও.মুফতি কামাল উদ্দীন,মাও.নাজমুল হুসাইন,মুনশীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাও.ফরিদুদ্দীন বড়দেশী,নিয়াগোল মসজিদের ইমাম ও খতিব মাও.রিয়াজুদ্দীন চাপঘাটী, বারঠাকুরী মাদরাসার শিক্ষা সচিব মাও.হেলাল আহমদ,মাও.রশীদ আহমদ, সোনাসার বাজারের সেক্রেঠারী  মাও.আব্দুর রহিম,ব্যবসায়ী মাও.আবদুল ওহাব,মাও.জুনাইদ আল জাহিদ,মাও.নজরুল ইসলাম, মাও.ফয়সল আহমদ,মাও.যুবায়ের আহমদ,মাও.কবির আহমদ প্রমুখ।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়। মাও.মামুনুর রশীদ ও হাফিজ জুবায়ের আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা মিয়ানমারে সেনাবাহিনী কতৃক বর্বর,সন্ত্রাসী হামলা ও গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,অবিলম্বে মায়ানমারে গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকার কতৃক অসহায় রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে হবে।বক্তারা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সমলোচনা করে বলেন,অসহায় নির্যাতিত মুসলমানদেরকে আশ্রয় দেয়া মানবিক দায়ীত্ব। বিজিকে এ ব্যাপারে রোহিঙ্গাদের সাথে মানবিক আচরণের আহবান জানান।বক্তারা জাতিসংঘ সহ ওআইসিকে বলিষ্ঠ ভুমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।পরিশেষে রোহিঙ্গা নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।