সিলেটবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গরীব এণ্ড ইয়াতিম ট্রাস্ট ফাণ্ড ইউকে সমাজের অসহায় মানুষের আশার আলো

Ruhul Amin
জুলাই ১৬, ২০২০ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

কেএম আবু তাহের চৌধুরী,সিলেট রিপোর্টঃ
গরীব এণ্ড ইয়াতিম ট্রাষ্ট ফাণ্ড ইউকে একটি আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা।বাংলাদেশের গরীব ও অসহায় মানুষের জন্য দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে ।রমজানের পর এবং করোনা লকডাউন শিথিল হওয়ার পর গতকাল ছিল ট্রাষ্টিদের প্রথম সভা।সভায় সভাপতিত্ব করেন চ্যারিটির চেয়ারম্যান মাওলানা শামসুল হক ও পরিচালনা করেন সংস্খার সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ হামিদী ।

আমি (আবুতাহের চৌধুরী)ও করোনা উত্তর কোন সভায় একজন ট্রাষ্টি ও সহ সভাপতি হিসাবে এই প্রথম মুখোমুখি সভায় যোগ দেই।সভায় বিগত বছরের কাজের পর্যালাচনা ও ২০২০-২১ সালের কাজের পরিকল্পনা নেয়া হয় ।এ বছর এটিএন বাংলা ইউকে ও বিভিন্নভাবে দাতারা ৫০০ হাজার পাউণ্ড দান করেছেন ।সভায় সকল ডোনার ও এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।সভায় বলা হয় যে -এ চ্যারিটির মাধ্যমে এ পর্যন্ত ৩০০ গরীব গৃহহীন লোকের ঘর নির্মান ,৬ হাজার পঙ্গু লোকদের হুইল চেয়ার বিতরন ,৫০০ শ’ নলকূপ স্থাপন ,লকডাউনে থাকা ৬০০শ’ কর্মহীন পরিবারকে ফুড প্যাক প্রদান ,৯টি মসজিদ নির্মান ,চক্ষু শিবির স্থাপন ,৩০০শ’ সেলাই মেশিন বিতরন ,বহু লোককে মেডিকেল সহায়তা ,শতাধিক রিকশা প্রদান ও শতাধিক লোককে শিক্ষা সহায়তা প্রদান করা হয় ।এ বছর ৮০টি বাড়ি নির্মান ,তিনশত নলকূপ বিতরন ,মসজিদ নির্মান ,কুরবানী সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে ।গরীব এণ্ড ইয়াতিম ট্রাষ্ট সকল ডোনার ,ভলান্টিয়ার ও ট্রাষ্টিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়েছে ।