সিলেটরবিবার , ১৬ আগস্ট ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

৫ বছর আইনী লড়াইয়ের পর ইংল্যান্ডে বাঙালী মহিলার জয়লাভ

Ruhul Amin
আগস্ট ১৬, ২০২০ ৬:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আবু তাহের চৌধুরী,সিলেট রিপোর্টঃ
বৃটিশ হাই কোর্টের কোর্ট অব আপীল ডিভিশনে ঐতিহাসিক এক মামলার রায়ে ,দীর্ঘ ৫ বছর আইনী লড়াইয়ের পর মাননীয় আদালত এক আন ডকুমেন্টেড বাংলাদেশী মহিলাকে দুই সন্তান সহ বৃটেনে থাকার অনুমতি দিয়েছেন।এ রায়ের ফলে এটা একটি রেফারেন্স ও কমন ল হয়ে যাবে এবং ভবিষ্যতে কোন অবৈধ ব্যক্তি বৃটেন বিয়ে করে এদেশে থাকার পথ সুগম হবে।মামলাটি পরিচালনা করেন পূর্ব লণ্ডনের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘কালাম সলিসিটারস ‘।
গতকাল লণ্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয় ।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ব্যারিষ্টার আবুল কালাম ,ব্যারিষ্টার আতাউর রহমান ,ইমিগ্রেশন কনসালটেন্ট আব্দুল মতিন প্রমুখ ।
এখানে উল্লেখ্য- বাংলাদেশী অভার স্টে এই মহিলা একজন বৃটিশ নাগরিককে বিয়ে করে হোম অফিসে এদেশে থাকার জন্য আবেদন করলে তা নাকচ করা হয় ।পরে একে একে দুই সন্তান হওয়ার পরও হোম অফিস আবেদন নাকচ করে।এ ব্যাপারে কোর্টের আশ্রয় নিলে ফাস্ট টায়ার ট্রাইবুন্যাল ও আপার টায়ার ট্রাইবুনালে তা প্রত্যাখ্যান করে।অবশেষে কোর্ট অব আপীলে গিয়ে বাঙালী মহিলা বিজয় লাভ করেন এবং দুই সন্তান সহ বৃটেনে স্থায়ীভাবে থাকার অনুমতি পান ।