সিলেটশনিবার , ২২ আগস্ট ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনে নাইট ক্লাব মসজিদে রূপান্তরিত হলো

Ruhul Amin
আগস্ট ২২, ২০২০ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দীর্ঘ ২০ বছরের প্রচেষ্টায় গ্রেট ব্রিটেনের ছারে এলাকায় প্রায় দেড় মিলিয়ন পাউন্ড ব্যয় করে নাইট ক্লাব মসজিদে রূপান্তরিত হলো ।
২১শে আগষ্ট শুক্রবার মজলি ইসলামিক কালচারাল সেন্টারের প্রতিষ্টাতা ইমাম ও খাতীব শায়খ মাওলানা ফয়েজ আহমদের উদ্বোধনী বক্তব্য ও পরিচালনার মাধ্যমে ঐতিহাসিক এই মারকাজের উদ্বোধন করলেন আল খাইর ফাউন্ডেশন ও ইকরা টিভি গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ইমাম কাছিম রশীদ আহমদ ।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দ্বীন আরিফ বিল্লাহ শায়খ মাওলানা আছগর হোসাইন (দাঃ বাঃ)।  জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল মুনতাকিম, লন্ডন দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম কিবরিয়া, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহনূর মিয়া, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইকরা টিভির জনপ্রিয় ভাষ্যকার মুফতি ছালেহ আহমদ,মাওলানা আব্দুল বাসিত,মাওলানা আল-আমীন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফজলুল হক কামালী,খিদমাহ একাডেমীর ইমাম মাওলানা নাজিম উদ্দিন,হাফিজ লিয়াকত হোসাইন , কমিউনিটি নেতা ব্রাদার সুহাইল আহমদ । মসজিদের কার্যক্রম তোলে ধরেন সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদীন, সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি আলহাজ সৈয়দ আমীরুল ইসলাম , মসজিদের ছানি ইমাম হাফিজ সৈয়দ হাছিন আহমদের কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে মোবারক এই মাহফিল শুরু হয়, ইমাম কাছিম রশীদ আমদ সাহেবের ইমামতিতে জুম’আর নামাজের পর শিরনি বিতরণ মেহমানদের আপ্যায়ন সম্মাননা স্মারক ও গিফ্ট প্রদানের পর মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা আছগর হোসাইন ছাহেব ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছারে মুসলিম সেনটারের ইমাম ও খাতীব মাওলানা আব্দুর রব, চেয়ারম্যান আলহাজ আব্দুচছালাম চৌধুরী, এপছম মসজিদের ইমাম ও খাতীব হাফিজ মুফতি জয়নাল আহমদ, ওয়াকিং মসজিদের চেয়ারম্যান আলহাজ নূমানুজ্জামান , মজলি ইসলামিক কালচারাল সেন্টারের প্রধান উপদেষ্টা আলহাজ সিরাজুল ইসলাম, উপদেষ্টা আলহাজ আব্দুল কাদির ,আলহাজ আলাউদ্দিন,বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ এখলাছুর রহমান ,বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আজিজুর রহমান, হাফিজ কয়ছর আহমদ, হাফিজ ওলিদ আহমদ প্রমুখ ।
প্রায় তিন শত মুসল্লিয়ানে কেরামের মধ্যে শিরনি ও দুপুরের খাবার পরিবেশন করেন The Viceroy পরিচালক আলহাজ কনা মিয়া সাহেব ।
স্চ্ছোসেবক হিসাবে মসজিদ কমিটির পক্ষ থেকে সেবা প্রদান করেন হজী আলাউদ্দিন, আলহাজ শামীম আহমদ,আলহাজ ফজল উদ্দিন, আলহাজ সিরাজ উদ্দিন, আলহাজ টিপু চৌধুরী, আলহাজ সুহেল আহমদ,জনাব আছাদুর রহমান, পাবেল চৌধুরী, আবদুর রহিম প্রমুখ ।
মহান আল্লাহ তায়ালা সকলের সহযোগিতা ও উপস্থিতকে কবুল করুন – আমীন ।