সিলেটরবিবার , ২৩ আগস্ট ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট’র কমিটি গঠন: সভাপতি মাও. বিলাল সেক্রেটারি লুৎফুর উদ্দিন  

Ruhul Amin
আগস্ট ২৩, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট  রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের প্রবাসীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম “গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট” এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।আজ ২২শে আগস্ট শনিবার আমেরিকা সময় রাত ১২টায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক,বিশিষ্ট লেখক-গবেষক মাওলানা রশীদ আহমদ ৫৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

এতে সৌদিআরব প্রবাসী মাওলানা বিলাল উদ্দিন কে সভাপতি,আমেরিকার প্রবাসী মো: লুৎফুর উদ্দীনকে সেক্রেটারি জেনারেল,ইতালি প্রবাসী হাসান আহমদকে সাংগঠনিক সম্পাদক ও ইতালি প্রবাসী জয়নাল আবেদীন কে অর্থ সম্পাদক মনোনীত করা হয়।

৫৩ সদস্য বিশিষ্ট গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট এর (২০২০-২০২২) সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি নিম্নরূপ:

সভাপতি: মাওলানা বিলাল উদ্দিন (সৌদি আরব)
সিনিয়র সহ-সভাপতি: ইফতেখার আহমদ হেলাল (আমেরিকা),সহ-সভাপতি:মোঃ আবদুল বাতেন (ফ্রান্স),সহ-সভাপতি:মাস্টার আবদুল আজিজ (আমেরিকা),মাওলানা আতাউর রহমান (ফ্রান্স)
সেক্রেটারী জেনারেল: মোঃ লুৎফুর উদ্দীন (আমেরিকা),সিনিয়র যুগ্ম সেক্রেটারী জেনারেল এনামুল ইসলাম (সৌদি আরব ),সহকারী সেক্রেটারী জেনারেল: ওসমান গণী চৌধুরী (ব্রাজিল) ,সহকারী সেক্রেটারী জেনারেল: তরিক উদ্দিন (আমেরিকা),সাংগঠনিক সম্পাদক: হাসান আহমদ (ইতালি),সহ-সাংগঠনিক সম্পাদক:ইয়াকুব আলী (সৌদি আরব ),সহ-সাংগঠনিক সম্পাদক: ওলিউর রহমান (আমেরিকা),সহ-সাংগঠনিক সম্পাদক: শাহজাহান (সৌদি আরব), অর্থ সম্পাদক: জয়নাল আবেদীন ( ইতালি),সহ-অর্থ সম্পাদক: আকরাম হোসেন (ডুবাই),সহ অর্থ সম্পাদক: ফয়সল আহমদ (সৌদি আরব) ,প্রচার সম্পাদক : মুহিব সিরাজ (কাতার),সহকারী প্রচার সম্পাদক: মান্না আহমদ (লেবানন),সহকারী প্রচার সম্পাদক:সুলতান আহমদ (ফ্রান্স ),সাহিত্য সম্পাদক: মারুফ আল মাহবুব (সৌদি আরব),
সহ-সাহিত্য সম্পাদক: শেখ আলম (লেবানন),
সাংস্কৃতিক সম্পাদক:জয়নাল আবেদীন (ডুবাই),
সহ-সাংস্কৃতিক সম্পাদক:শিপন আহমদ (কাতার),
শিক্ষা বিষয়ক সম্পাদক:আমিনুল হক (মালয়েশিয়া),সহ- শিক্ষা সম্পাদক:তাজ উদ্দীন (কাতার),ত্রাণ বিষয়ক সম্পাদক: মোস্তফা ফয়সল (দাম্মাম, সৌদি আরব ), সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক: ইয়াসীন আলী (ডুবাই), ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা আবদুল্লাহ (ওমান), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আবদুল মছব্বীর (গ্রীস) ,সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রানু মিয়া (আমেরিকা),আন্তর্জাতিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান কাওসার (পর্তুুগাল),সহ-আন্তর্জাতিক সম্পাদক: জালাল উদ্দিন (লন্ডন),আইন বিষয়ক সম্পাদক: আহমদ ইমাদ (সিঙ্গাপুর ),সহ-আইন সম্পাদক: মারুফ আহমদ (মালয়েশিয়া), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মারুফ আহমদ (ওমান ),সহ- সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুর রহিম ( সৌদি আরব),জনকল্যাণ বিষয়ক সম্পাদক: সামছুল ইসলাম (ওমান),সহ-জনকল্যাণ বিষয়ক সম্পাদক: ফুল মিয়া (ডুবাই),ক্রীড়া সম্পাদক: মো: শাহ মিরান সিরাজ ( ব্রাজিল),
সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক: নুরুল আমীন ( লন্ডন), শ্রম বিষয়ক সম্পাদক: বকুল আহমদ (ওমান),সহ-শ্রম বিষয়ক সম্পাদক: ফয়সল আহমদ (স্পেন ),মহিলা বিষয়ক সম্পাদিকা: আফিয়া বেগম (আমেরিকা)।

কার্যকরী সদস্য যথাক্রমে:
সৈয়দ মোহাম্মদ ইউছুফ (কুয়েত) ,বদরুল ইসলাম (আমেরিকা),মুহাম্মদ ইমতিয়াজ (সৌদি আরব),
মফিজুর রহমান শাহজাহান (আমেরিকা),আনিসুজ্জামান আনিস (আমেরিকা),মো: আবদুল্লাহ (বাহরাইন) ,ফয়সল আহমদ (গ্রীস),আবদুর রউফ (লন্ডন),নিজাম উদ্দিন (আমেরিকা) ও ইবরাহীম খলিল (লন্ডন)।