সালিম মাহমুদ,গোয়াইনঘাট থেকে: মিয়ানমারে মুসলিম গনহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর গোয়াইনঘাট উপজেলা শহিদ মিনারে গোয়াইনঘাটের করিমিয়া বেসরকারী আঞ্চলিক বোর্ডের উদ্দ্যোগে মিয়ানমারে মুসলিম গনহত্যা বন্ধের দাবীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা ছমির উদ্দিন, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা রফিক আহমদ, মাওলানা জাকির আহমদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা হেলাল আহমদ, মাওলানা শামিম আহমদ, মাওলানা হিফজুর রহমান প্রমুখ।
সভা শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মায়ানমারের মুসলমানদের জন্য বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।