সিলেটসোমবার , ২৮ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তার বিশিষ্ট মুরব্বী আব্দুল হকের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

Ruhul Amin
নভেম্বর ২৮, ২০১৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জৈন্তাপুর উপজেলার বিশিষ্ট মুরব্বী, ১৭ পরগনার সর্বজন শ্রদ্ধেয় শালিস ব্যাক্তিত্ব ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হকের ইন্তেকালে গভীর প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপি :
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ এক বিবৃতিতে বলেন- দেশ জাতির চরম ক্রান্তি লগ্নে মহান মুক্তিযুুদ্ধের অনত্যম সংগঠক শহীদ জিয়ার আদর্শের অকুতোভয় সৈনিক আব্দুল হকের ইন্তেকালে সিলেটবাসী একজন যোগ্য অভিভাবককে হারালো। যা সহজে পুরন হবার নয়। বিগত গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর সাহসী ভুমিকা সিলেট বিএনপি আজীবন শ্রদ্ধার সাথে স্মরন করবে।

নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর জৈন্তার
এদিকে, সমন্বয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল হক মেম্বার এর ইন্তিকালে শোক প্রকাশ করেছেন নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর জৈন্তার (জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগন্জ)এর নিউইয়র্ক প্রবাসীদের প্রিয় সংগঠন “ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা” নিউইয়র্ক এর নেতৃবৃন্দ।এক শোক বার্তায় তারা বলেন,জনাব আবদুল হক মেম্বার এর ইন্তিকালে ১৭পরগনার আপামর জনসাধারণ এক মহান ব্যক্তিত্বকে হারালো, যা কখনও পূরণ হবার নয়।নেতৃবৃন্দ তাঁর মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।বিবৃতিদাতারা হলেন ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা নিউইয়র্ক এর প্রেসিডেন্ট রশীদ আহমদ,সেক্রেটারী জেনারেল জনাব জামীল আনসারী,সাংগঠনিক সম্পাদক জনাব রফিক আহমদ ও প্রচার সম্পাদক জনাব মহসীন মাসরুর।

 মাদানী কাফেলা :

মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী,সহসভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজি, হাফিজ মাসউদ আজহার,সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রমুখ।
উল্লেখ্য যে বৃহত্তর জৈন্তার ১৭ পরগনার বিশিষ্ট মুরব্বী,আলহাজ আব্দুল হক (মেম্বার) সাহেব গত ২৪শে নভেম্বর বাংলাদেশ সময় রাত ১২ টার সময় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।